অভিষেকের CBI জেরা নিয়ে প্রশ্ন করতেই চটলেন প্রাক্তন মন্ত্রী, কী বললেন পার্থ?

অভিষেকের CBI জেরা নিয়ে প্রশ্ন করতেই চটলেন প্রাক্তন মন্ত্রী, কী বললেন পার্থ?

 কলকাতা: ১৪ দিনের জেল হেফাজত শেষে সোমবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টয়োপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে তাঁর গাড়ি ঢুকতেই ঘিরে ধরেন সাংবাদিকরা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাঁর দিকে। কিন্তু, সেই জবাব মেলেনি৷ উল্টে নিজের বন্দিদশা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব৷  বলেন, ‘আমি ৩০০ দিনের উপর বিনা বিচারে আটকে আছি। সেটা নিয়ে কিছু বলুন। আর কী বলব আপনাদের।’

উল্লেখ্য বিষয় হল, এর আগে যখন তৃণমূলের নবজোয়ার নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তখন তাঁর মুখে শোনা গিয়েছিল অভিষেকের জয়গান৷ বলেছিলেন, ‘নবজোয়ারে জনজোয়ার এসেছে’৷ সফল হোক। কিন্তু সিবিআই তলব নিয়ে প্রশ্ন করতেই বেসুরো পার্থ৷ বরং বোঝাতে চাইলেন, ৩০০ দিনের বেশি তিনি বিনা বিচারে জেলে আটকে রয়েছেন।

সিবিআই দফতরে অভিষেককে সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় ধরে সিবিআই জিজ্ঞাসাবাদের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই দেখাতে চাইছে দল। এদিকে পার্থর বক্তব্য,  তিনি যে জেলে ৩০০ দিনের বেশি সময় কাটাচ্ছেন তা নিয়ে কেউ কিছু ইবলছেন না।

শনিবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন অভিষেক৷ সেখানে তাঁর মুখে শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে তাঁদের যদি গ্রেফতার করা হয় তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধারের পর তাঁকে ডাকা হবে না কেন? দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলে?’ অভিষেক এও বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে আমরা সাসপেন্ড করেছি। আমরা কাউকে আড়াল করছি না। কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত।’