কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর যখনই স্বাস্থ্য পরীক্ষার জন্য জনসমক্ষে এসেছেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। সেই কারণে তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তা থাকায় পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। সেই আর্জি মানা হয়। এদিন ভার্চুয়ালি আদালতে শুনানি চলেছে দুজনের। কিন্তু সশরীরে আদালতে হাজিরা দিতে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এইভাবে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কারণে তাঁর মৌলিক অধিকার খর্ব হচ্ছে।
আরও পড়ুন- এক মাস পর বিশ্ববিদ্যালয়ে পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসা, বললেন অর্পিতাকে চিনি না, ওড়ালেন অভিযোগ
এদিন মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি সশরীরে হাজিরা দিতে চান। আদালতে সশরীরে হাজির হওয়া তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর এইভাবে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আসলে পার্থকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। সেখানে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি উত্তেজক হয়েছে, আবার এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছুড়েছিলেন। তারপর থেকেই নির্দেশ মেলে যে তাঁর এবং অর্পিতার ভার্চুয়াল শুনানি হবে। কিন্তু আজ এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন পার্থ।
এদিকে জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও জানান, তাঁর মক্কেল অসুস্থ। রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। আবার অনেক সময়ে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তাই এই দিকে নজর দিয়ে তাঁর জামিন হওয়া উচিত। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী তাঁর মক্কেলের জন্য জামিন চাননি।