কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেমন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তিনিও অসুস্থ। ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁকেও। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আলিপুর নগর দায়রা আদালতে আজ এই দাবি করেই ফের জামিনের আবেদন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক, এমনও দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, দুর্নীতিতে মন্ত্রী হিসাবে তাঁর কোনও ভূমিকা নেই।
গত সপ্তাহেই নিম্ন আদালত পার্থের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। পার্থর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী৷ তাঁর দাবি ছিল, পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। যদিও বরাবরাই সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা৷ কিন্তু আবার এই নিয়ে বিতর্ক হয়েছে। কারণ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অন্যান্য অভিযুক্তদের প্রিজন ভ্যানে আদালতে পেশ করা হলেও পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয় আলাদা গাড়ি করে। সঙ্গে পার্থর জামিনের বিরোধিতায় আরও কিছু যুক্তি খাঁড়া করে ইডি।
কিন্তু আজ জামিন পাওয়ার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ তুলে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আদালতে আইনজীবী মারফৎ জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উনিও সাফারিং, তিনিও সাফার করছেন। যে কোনও মূল্যে যেন তাঁকে জামিন দেওয়া হয় এমনই দাবি করেন তিনি।