ভুবনেশ্বর AIIMS-এ পার্থ, কোর্টের নির্দেশে তৈরি মেডিক্যাল টিম

ভুবনেশ্বর AIIMS-এ পার্থ, কোর্টের নির্দেশে তৈরি মেডিক্যাল টিম

কলকাতা: এয়ার অ্যাম্বুলেন্স করে ওডিশা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখান থেকে অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় তাঁকে৷ 

আরও পড়ুন- পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া, আদালতে দাবি ED-র

সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে পার্থকে নিয়ে ওড়িশার উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্স৷ ১০টা নাগাদ ভুবনেশ্বরে পৌঁছয় তাঁক বিমান৷ ইশারায় তিনি বোঝান শরীর ভালো নেই৷ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালের বাইরে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে৷ কেউ এসেছেন নেহাত তাঁকে দেখতে৷ কেউ আবার তাঁকে দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছেন৷ বাংলা থেকে এইমস-এ চিকিৎসা করাতে আসা লোকদের গলায় ঝরে পড়ল ক্ষোভ৷ 

এইমস-এর মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট জানালেন, আর কিছুক্ষণের মধ্যেই পার্থর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে৷ তাঁর শারীরিক অবস্থায় ইতিহাস জেনে সম্পূর্ণ নতুন করে এই পরীক্ষা করা হবে৷ এসএসকেএমে পার্থর চিকিৎসকের সঙ্গে ভুবনেশ্বর যাচ্ছেন তাঁর তিনিও। এইমস ভুবনেশ্বরকে আদালতের নির্দেশ, কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে একটি টিম তৈরি করতে হবে৷ যাঁরা পার্থের স্বাস্থ্য পরীক্ষা করবেন। সোমবার বিকেল ৩টের মধ্যে ভুবনেশ্বর এইমস পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট দেবে৷