কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আজ সকাল ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- মঙ্গলের পর বুধেও অনুব্রতকে CBI তলব, হাজিরা এড়াতে পারেন ‘অসুস্থ’ সভাপতি
এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিন্হার নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটিকে আগেই বেআইনি বলে ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। এই কমিটি গঠনের সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যয়। তিনিই এই কমিটি গঠন করে দিয়েছিলেন৷ সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে ফের তলব করেছে সিবিআই৷ এর আগে সিবিআই-এর সামনে পার্থ বলেছিলেন, ‘‘আমিই এই কমিটি গঠন করে দিয়েছিলাম৷ কিন্তু এই কমিটির উপর আমার নিয়ন্ত্রণ ছিল না৷’’ এর পর সিবিআইয়ের হেফাজত থেকে বাঁচতে ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে আবেদনও করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু আদালত তাঁকে রক্ষাকবচ দেয়নি। সিবিআই দফতরে তলব করা হলে হাজিরাও দেন পার্থ।
সিবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি করে চাকরিতে ঢুকেছিলেন পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর। সেই অভিযোগেই আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তাঁর৷ শিক্ষিকা হিসেবে অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছিল অঙ্কিতাকে৷ সেই সূত্রেই পরেশকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অঙ্কিতা চাকরি পাওয়ার ঠিক আগেই তাঁর বাবা ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। মেয়েকে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে কারও সঙ্গে পরেশের কোনও চুক্তি হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছে সিবিআই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>