বিজেপির ‘চাহিদা’ মতো পিছোচ্ছে না বিধানসভার অধিবেশন! স্পষ্ট করলেন পার্থ

বিজেপির ‘চাহিদা’ মতো পিছোচ্ছে না বিধানসভার অধিবেশন! স্পষ্ট করলেন পার্থ

কলকাতা: উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন চলবে না বলে সরকার পক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আসন্ন বিভিন্ন উৎসবের কথা উল্লেখ করে ১ নভেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গতকালই বিজেপির পরিষদীয় দল চিঠি দেয়। তার উত্তরে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানান, উৎসবের দিনগুলিকে বাদ রেখেই বিধানসভা অধিবেশন বসবে। এই প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে রাজনীতি করারও অভিযোগ এনেছেন।

উল্লেখ্য, গতকালই বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা এক চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে বিধানসভার শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানান।তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে রাজ্যে সনাতনী এবং আদিবাসীদের একগুচ্ছ উৎসব রয়েছে। এই সময়ের মধ্যে রয়েছে ধনতেরস, লক্ষ্ণীপুজো, কালীপুজো, দীপাবলি, ভ্রাতৃদ্বিতীয়া ও ছটপুজোর মতো উৎসব। আবার আদিবাসীদের দেওসি উৎসব রয়েছে। তাই এই সময় অধিবেশন না রেখে পিছিয়ে দেওয়া হোক। কিন্তু রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল যে, শুধুমাত্র উৎসবের দিনগুলিতে অধিবেশন হবে না, কিন্তু বাকি দিন গুলিতে চলবে। কোনও ভাবে অধিবেশন পিছিয়ে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *