কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তাল রাজ্য৷ এই খবরে শোরগোল পড়েছে গোটা দেশে৷ এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা এবং সব দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে প্রকাশ্যে দাবি উঠল তৃণমূলের অন্দরে৷ বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ টুইট এমনই দাবি জানালেন।
আরও পড়ুন- প্রাথমিক TET দুর্নীতিতে জড়িয়ে ব্রাত্য বসু! দাবি খোদ তৃণমূল নেতার
টুইটারে কুণাল লিখেছেন, ‘অবিলম্বে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কৃত করা উচিত। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমাকে সরিয়ে দেওয়ার অধিকার রয়েছে দলের। আমি তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব।’’
Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He should be expelled.
If this statement considered wrong, party has every right to remove me from all posts. I shall continue as a soldier of @AITCofficial.— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022
গত ২২ জুলাই, শুক্রবার বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷ আপাতত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত৷ শনিবার, তৃণমূলের মহাসচিব গ্রেফতার হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠকে কুণাল জানিয়েছিলেন, অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল৷ তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে মন্ত্রিত্ব ও তৃণমূলের পদ থেকে আপাতত সরানো হচ্ছে না বলেই বার্তা দিয়েছিলেন তিনি। তবে এদিন ভিন্ন সুর তাঁর গলায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>