আদালতে নয়া ‘আবদার’ নিয়ে হাজির প্রাক্তন মন্ত্রী, এবার বাড়িতে বসে চিকিৎসা করাতে চান পার্থ

আদালতে নয়া ‘আবদার’ নিয়ে হাজির প্রাক্তন মন্ত্রী, এবার বাড়িতে বসে চিকিৎসা করাতে চান পার্থ

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর দেড় বছর কেটে গিয়েছে। জেল থেকে ছাড়া পাননি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একাধিকবার জামিনের আবেদন জানালেও প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েও লাভ হয়নি। এবার আদালতে নতুন আবদার নিয়ে হাজির পার্থ। আর্জি, বাড়িতে বসেই চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক তাঁকে৷ বুধবার আদালতে জামিনের আর্জি জানিয়ে পার্থর আইনজীবী বলেন, জেলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর মক্কেলের৷ বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, যে কোনও শর্তে জামিন মঞ্জুর করা হলে তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন। 

যদিও এই আবেদনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সিবিআই-এর হাতেও নতুন নতুন তথ্য উঠে আসছে৷ পার্থ জামিন পেলে তদন্তের কাজ বিঘ্নিত হতে পারে৷ দুপক্ষের সওয়াল জবাব শোনার পর পার্থর আবেদন খারিজ করে দেয় আদালত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *