Aajbikel

ফুরফুরে মেজাজে পার্থ, শোনালেন রবীন্দ্রকবিতা, প্রশংসায় ভরালেন অভিষেককে

 | 
পার্থ

 কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এলেন পার্থ চট্টোপাধ্যায়৷ আদালত চত্বরে তাঁর গাড়ি ঢুকতে দেখেই ঘিরে ধরেন সাংবাদিকরা। এদিকে পার্থর মুখে একগাল হাসি। একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। সাংবাদিকরা কোনও প্রশ্ন করে ওঠার আগেই দু’লাইন কবিতা শুনিয়ে দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রবীন্দ্রনাথের এই কবিতার সঙ্গে তাঁর গ্রেফতারি এবং পরবর্তী ঘটনাপ্রবাহ বেশ অর্থবহ। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি৷ 

সোমবার আলিপুরে সিবিআইয়ে বিশেষ আদালত চত্বরে পৌঁছনোর পরই তাঁকে নানা প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা৷ কিন্তু সকলকে থামিয়ে গাড়িতে বসেই একগাল হেসে পার্থ বলেন, ‘‘আমি শুধু একটা কবিতার লাইন বলব।’’ এর পরেই তিনি শোনান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার দুই লাইন। তিনি বলে ওঠেন, ‘‘মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।’’ ২৫ বৈশাখের ঠিক আগের দিন আদালতে হাজিরা দিতে এসে পার্থ চট্টোপাধ্যায়ের গলায়  রবিঠাকুরের কবিতার বিশেষ নজর কেড়েছে।

এদিন অভিষেকের নবজোয়ার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘১০০ শতাংশ সফল এই কর্মসূচি। নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে।’’ তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীবাছাই নিয়ে দলীয় কোন্দল নিয়ে প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মাথা অভিষেক।  এই কর্মসূচি শুরুর আগেই আদালত চত্বরে দাঁড়িয়ে অভিষেককে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বলেছিলেন, ‘‘আমি চাই অভিষেক সফল হোক।’’

Around The Web

Trending News

You May like