ডিভিশন বেঞ্চে ধাক্কা, ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থের মামলা থেকে সরলেন বিচারপতি ট্যান্ডন ও সামন্ত

ডিভিশন বেঞ্চে ধাক্কা, ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থের মামলা থেকে সরলেন বিচারপতি ট্যান্ডন ও সামন্ত

cb21e3df50f296dc003bae58250a9679

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডল এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। ফলে এবার প্রধান বিচাপতি ঠিক করবেন কার এজলাসে এই মামলার শুনানি হবে৷ 

আরও পড়ুন- যুব নেতার মৃত্যুতে খুনের একাধিক প্রমাণ রয়েছে, হাইকোর্টে দাবি বিজেপি আইনজীবীর

হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডল এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ এদিন জানায়, ডিভিশন বেঞ্চে আর্জি জানানোর পদ্ধতি মানেননি পার্থ চট্টোপাধ্যায়। তিনি মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে শুনানির আর্জি জানিয়েছেন। তাই তাঁদের পক্ষে এই মামলা শোনা সম্ভব নয়। পার্থের আইনজীবীর উদ্দেশে বেঞ্চ বলেন, যদি বেশি জরুরি হয় তাহলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করুন৷ 

ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি গ্রহণ করতে না চাওয়ায় এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ হাই কোর্টের রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়ে মেল করা হয়।