কলকাতা: রাজ্যে পাঁচ বিধানসভায় উপনির্বাচন সহ মোট সাত আসনে বকেয়া নির্বাচন পর্ব অবিলম্বে সম্পন্ন করানোর জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আবারও দাবি জানিয়েছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই মর্মে স্মারকলিপি দেন। রাজ্যের মন্ত্রী সুব্রত, মুখোপাধ্যায় ,শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যও প্রতিনিধি দলে ছিলেন।
মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, এপ্রিল মাসে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছিল সে সময় রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। সেসময় নির্বাচনের দফা কমানোর জন্য কমিশনকে অনুরোধ করলেও তারা কর্ণপাত করেনি। এখন রাজ্য করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই কমিশনের অবিলম্বে নির্বাচন করা উচিত। তাঁর কথায়, ভোটের দাবি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে ডেপুটেশন দিয়েছেন। অবিলম্বে রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করাতে হবে। দুটো বিধানসভা নির্বাচন আর পাঁচটিতে উপনির্বাচন। নির্বাচনের দিল্লি নির্বাচন কমিশনকে তৃণমূলের সাংসদরা ডেপুটেশন দিয়েছিলেন। প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত নির্বাচন করা হয়নি।
আরও পড়ুন- চাকরির সুযোগ দিচ্ছে এসসিবি
পার্থ আরও জানিয়েছেন, নির্বাচন কমিশন নির্বাচন করাতে কতটা প্রস্তুত হয়েছে, সংবিধান নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচন কমিশন কতটা ভূমিকা পালন করেছে, তারা জানতে চান। রাজ্য করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রাজ্যে তাই অবিলম্বে নির্বাচন করা উচিত। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করাতে এগিয়ে থাকলেও দিল্লি নির্বাচন কমিশন সে ব্যাপারে এখনো কিছু বলছেন না। যারা গণতন্ত্রের কথা বলে আজ তারাই নির্বাচন করাতে দেরি করছে। তাঁরা চান খুব তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন।