যেখানে পদ্ম ফোটাতে চেয়েছিল, সেখানেই হিংসা করার চেষ্টা! বিজেপিকে তুলোধনা পার্থর

যেখানে পদ্ম ফোটাতে চেয়েছিল, সেখানেই হিংসা করার চেষ্টা! বিজেপিকে তুলোধনা পার্থর

 

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন ভারতীয় জনতা পার্টিকে একহাত নিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন, রাজ্যের কোথাও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে, কিন্তু তিনি দায়িত্ব নিয়ে বলছেন, যেখানে বিজেপি পদ্ম ফোটাতে চেয়েছিল, সেখানেই হিংসার ঘটনা ঘটানোর চেষ্টা করছে তারা। এদিকে, বিধানসভায় বিজেপি শপথ নিয়ে অধিবেশনে উপস্থিত না থাকাটা হাস্যকর বলে কটাক্ষ করলেন তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। 

তাঁর কথায়, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বত্র শান্তির বাতাবরণ রয়েছে। কোথাও কোনো অশান্তি নেই। উল্টে বিজেপি উস্কানি দিচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেস মহাসচিবের। এই প্রেক্ষিতেই তিনি বলেন, যেখানে বিজেপি পদ্ম ফোটাতে চেয়েছিল, সেখানেই হিংসার ঘটনা ঘটানোর চেষ্টা করছে তারা। পার্থর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সব সময় অশান্তি এড়িয়ে শান্তির পথে কাজ করেছে এবং আগামী দিনে করবে। যতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় এসেছেন ততবার তিনি হিংসাকে সরিয়ে শান্তির পথে কাজ করার জন্য অগ্রসর হয়েছেন। বরং পার্থ চট্টোপাধ্যায় বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি দাবি করেছেন, ভোটের আবহে একাধিকবার বিজেপি নেতারা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে হিংসার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন তার প্রেক্ষিতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে বাংলার মানুষ যথেষ্ট ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এবং শান্তির বাতাবরণ তৈরি করে রেখেছেন।

এদিকে, রাজ্যের হিংসার ঘটনায় বিধান সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, হারের হতাশায় এবং অধৈর্য হয়ে পড়ে বিজেপি যে সিদ্ধান্ত নিয়েছে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। উল্লেখ্য, বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে লাগাতার হিংসার ঘটনা ঘটছে। সেই কারণে আগামীকালের বিধানসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট করবে বিজেপি এমনটাই জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির পরিষদ দলের বৈঠকে। বিজেপি আরো জানিয়েছে, রাজ্যে যতদিন হিংসা বন্ধ না হবে ততদিন বিধানসভায় আসবেন না কোন বিজেপি বিধায়ক। এমনকি বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও অংশ নেবেন না বিজেপি বিধায়করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *