কলকাতা: এক বছর হয়ে গেল তিনি নিয়োগ কাণ্ডে জেলবন্দি। অথচ পার্থ চট্টোপাধ্যায় এখনও দাবি করে চলেছেন যে তিনি নির্দোষ। সম্প্রতি তাঁর যে নতুন আইনজীবী এসেছেন তিনিও ইডির যাবতীয় অভিযোগকে কাল্পনিক বলেছেন। এই অবস্থায় জামিন পাওয়ার কিছুটা আশা দেখতে শুরু করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এই আবহেই এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানোর ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতেই এই পদক্ষেপ নিতে পারেন পার্থ বলে ধারণা করা হচ্ছে।
সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আদালত থেকে বেরনোর সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অবিলম্বে জেল থেকে বেরোতে চান তিনি। মনে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ আবেদন করবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে যা দরকার তাই তিনি করবেন বলে জানান পার্থ। একই সঙ্গে আবারও দাবি করেন, তিনি নির্দোষ। গত বছর ২৩ জুলাই মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর থেকে মন্ত্রীত্ব তো বটেই, দলীয় পদও চলে গিয়েছে তাঁর। এদিকে একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। তাই এখন জামিন পেতে কার্যত ‘অল আউট’ যেতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় বন্দিমুক্তি আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন। গ্রেফতারির এক বছর পূর্ণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বন্দিমুক্তি আন্দোলনকারীদেরও নতুন করে বার্তা দেন পার্থ। ক্ষোভের সুরেই তিনি বলেন, ‘‘এক বছর বিনা বিচারে আছি। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। তাঁরা মুখ খুলছেন না।’’