বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি! জামিনের আবেদন পার্থর

বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি! জামিনের আবেদন পার্থর

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি শুরু হয়েছে। আর এদিনের শুনানিতে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর যুক্তি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তো টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। তাহলে তাঁকে জামিন দিতে সমস্যা কোথায়।

আরও পড়ুন- এক মাস পর বিশ্ববিদ্যালয়ে পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসা, বললেন অর্পিতাকে চিনি না, ওড়ালেন অভিযোগ

জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও জানান, তাঁর মক্কেল অসুস্থ। রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। আবার অনেক সময়ে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তাই এই দিকে নজর দিয়ে তাঁর জামিন হওয়া উচিত। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেছে ইডি। তদন্ত আধিকারিকদের বক্তব্য, আরও ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। অন্তত ১০০টি অ্যাকাউন্টে এখনও নজর আছে। তাই এখনও অনেক কিছু তথ্য জানা বাকি। তাঁরা এও দাবি করেছে যে, জমি কেনার ক্ষেত্রেও বেনামি সংস্থার নাম ব্যবহার করা হয়।

এদিকে এও জানা গিয়েছে, আদালতে সশরীরে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আদালতে সশরীরে হাজির হওয়া তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আসলে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। সেখানে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি উত্তেজক হয়েছে, আবার এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছুড়েছিলেন। তাই তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সেই প্রেক্ষিতে পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। সেই আর্জি মানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =

বিধায়ক পদ ছাড়তে তৈরি পার্থ! থাকতে চান সাধারণ হয়ে: আইনজীবী

বিধায়ক পদ ছাড়তে তৈরি পার্থ! থাকতে চান সাধারণ হয়ে: আইনজীবী

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের যাতে জামিন হয়ে যায় তার সম্পূর্ণ চেষ্টা করছেন তাঁর আইনজীবী। আদালতে এদিন তিনি জানিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তাহলে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক পদও ছেড়ে দিতে প্রস্তুত। তিনি সাধারণ মানুষ হয়েই থাকতে চান। কিন্তু কোনও প্রমাণ ছাড়াই তাঁকে এইভাবে আটকে রাখার কোনও অর্থ নেই বলেই দাবি করেছেন তাঁর আইনজীবী। একই সঙ্গে এও জানিয়েছেন যে, এলআইসির সব নথি ভুয়ো।

আরও পড়ুন- দু’বছরে বার বার বদলি শিক্ষিকা, ফের CBI তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আদালতে এদিন পার্থর আইনজীবীর বক্তব্য, যা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে, এতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও যোগ নেই। তাছাড়া যে ৩১ টি এলআইসি পলিসির কথা বলা হচ্ছে তা ভুয়ো, কারণ রক্তের সম্পর্ক না থাকলে নমিনি করা যায় না। এখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার কোনও রক্তের সম্পর্ক নেই। তাঁর আরও বক্তব্য, ঘুষ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় চাকরি দিয়েছেন এমন কেউই বলেনি এখনও। এর কোনও প্রমাণও নেই। তা সত্ত্বেও পার্থ ইডির সঙ্গে সহযোগিতা করেছেন। ২২, ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রমাণ ছাড়া কেউ কী ভাবে দোষী হতে পারে, সেই প্রশ্নই তুলেছেন তিনি।

আইনজীবীর আরও বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের বয়স ৭২ বছর এবং তাঁর সব সময়ে ওষুধের প্রয়োজন। তাই তাঁর জামিন হওয়া খুব জরুরি। প্রয়োজনে তিনি প্রভাবশালী তকমা ছেড়ে দিয়ে, বিধায়ক পদ ছেড়ে দিয়ে একেবারে সাধারণ হয়ে থাকবেন। এই যুক্তিতেই তাঁর জামিন চেয়েছেন আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =