অজ গ্রামে ঝাঁ চকচকে ইংরাজি মাধ্যম স্কুলের মালিক পার্থ! স্থানীয়দের দাবি ঘিরে চাঞ্চল্য

অজ গ্রামে ঝাঁ চকচকে ইংরাজি মাধ্যম স্কুলের মালিক পার্থ! স্থানীয়দের দাবি ঘিরে চাঞ্চল্য

a50a618d1170939b16e07c5fe35b42f9

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের আতস কাঁচে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ইতিমধ্যেই তাঁর ভূমিকা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ তাঁর সম্পত্তির খতিয়ান তলিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে হাই কোর্ট৷ এসএসসি মামলার শুনানির মাঝেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নাকতলায় নিজের পোষ্য কুকুরের জন্য ফ্ল্যাট কিনেছেন পার্থ। এরই মধ্যে নজরে এল পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিশাল ইংরাজি মাধ্যম স্কুল ও স্কুল সংলগ্ন বিশাল বাগানবাড়ি৷ স্থানীয়দের দাবি, এই স্কুল ও বাগানবাড়ির মালিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- এসএসসি ভবনের একাধিক ঘর তালাবন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন করাও হয়েছে

সিপিআইএমের মুখপত্র গণশক্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের ক্ষীরিন্দা মৌজায় ১৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে একটি বিশাল ইংরাজি মাধ্যম স্কুল। নাম বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল৷ স্কুলটি পার্থবাবুর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁরা জানাচ্ছেন,  লকডাউনের সময় শিল্প আনার নামে এই অঞ্চলে জমি কিনতে শুরু করেন নারায়ণ দে নামে এক ব্যক্তি৷ প্রতি কাঠা ৮ থেকে ১০ লক্ষ ও বিঘাপ্রতি কোটি টাকা দর দেওয়া হয়। চলতি বাজারদরের চেয়ে বেশি ও নগদে টাকা পেয়ে জমি বিক্রি করে দেন বহু মানুষ। পরে দেখা যায় ওই জমিতে আদতে কোনও শিল্প গড়ে ওঠেনি৷ বরং সেখানে গজিয়ে উঠেছে একটি ঝাঁ চকচকে স্কুল ও বাগানবাড়ি। প্রায় দেড় লক্ষ বর্গফুট জায়গার উপর গড়ে ওঠা ওই সম্পত্তির বর্তমান বাজার দর প্রায় ৪৫ কোটি টাকা বলেও গণশক্তির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ 

স্থানীয়রা আরও জানিয়েছেন, স্কুলে ভর্তির ফি ১৫,০০০ টাকা। মাসিক বেতন ২,৪০০ টাকা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিংলার ক্ষীরিন্দা মৌজাতে পার্থবাবুর জামাইয়ের মামাবাড়ি। কয়েক বছর আগে পর্যন্ত ২ মামা মধু অধিকারী ও কৃষ্ণ অধিকারীর সংসার চলত যজমানি করে৷ এখন তাঁরা বড় বড় গাড়িতে চলা ফেরা করেন। বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের অনতি দূরেই ১৫ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে একটি ফলের বাগান। তার মধ্যে রয়েছে ছোট ছোট কটেজ। তাতে বসানো হয়েছে এসি। রয়েছে আলাদা ট্রান্সফরমার। আর এসবই তত্বাবধানের দায়িত্ব রয়েছে পার্থবাবুর জামাইয়ের ২ মামার উপর। 

স্থানীয়দের দাবি এই স্কুল ও বাগানবাড়ির মালিকানাও খতিয়ে দেখুক আদালত৷ এসএসসি’র দুর্নীতির টাকা এই স্কুলে বিনিয়োগ করা হয়েছে কিনা, তা প্রকাশ্যে আসা প্রয়োজন৷