নিয়োগ দুর্নীতিতে পুরোপুরি জড়িত পার্থ! ভয় দেখানোর অভিযোগও তুলছে সিবিআই

নিয়োগ দুর্নীতিতে পুরোপুরি জড়িত পার্থ! ভয় দেখানোর অভিযোগও তুলছে সিবিআই

partha chatterjee

কলকাতা: ২০১৪ সালের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরি জড়িত। আদালতে এদিন স্পষ্টভাবে এটাই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর আগের শুনানিতে তারা জানিয়েছিল, টেট দুর্নীতি আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড়। আর তারা চলতি মাসের ১১ তারিখেই বড় তথ্য দেবে। সেই মতো এদিন বিস্ফোরক দাবি করেছে সিবিআই।

আদালতে গোয়েন্দা সংস্থার বক্তব্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেক্রেটারি। তাকে ভয় দেখানো হয়েছিল সেই তথ্য ডিলিট করার জন্য, এমনটাই দাবি করছে সিবিআই। এছাড়া জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতির মামলায় আগামীকাল রিপোর্ট জমা দেবে তারা। তবে এদিন তারা মৌখিকভাবে জানিয়েছে যে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চেম্বারে গিয়ে তারা নানা তথ্য পেয়েছে। গোয়েন্দা সংস্থার এও বক্তব্য, বৃহত্তর মানুষ তাকিয়ে রয়েছেন আদালতের নির্দেশের দিকেই, তাই তারা চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানুষের সামনে নিয়ে আসতে। 

যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এই মামলা বিলম্বিত হচ্ছে। নাহলে তাঁর মত, দুর্নীতি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড় হয়, তাহলে তা তো ভেঙে দেওয়াই উচিত। আগের মামলার শুনানিতে এমনটাই জানিয়েছিলেন তিনি। তবে সিবিআইয়ের কাছে এমন কী তথ্য থাকতে পারে? জল্পনা, এমন কিছু ফাঁস করবে সিবিআই যেটার পর হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান এই নিয়োগ কাণ্ডের মূল ভিত ধসে পড়বে। তবে সেই তথ্য কী, তা নিয়েও কৌতূহল কম নয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =