কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতি থেকে শুরু করে ভ্যাকসিন ইস্যু, সব নিয়ে আজ বিধানসভায় কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি করোনা আবহে রাজ্যের আয় এবং কেন্দ্রের থেকে পাওনা টাকা প্রসঙ্গ তুলে বিরোধী দলকে নিশানা করলেন তিনি।
এদিন তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, করোনা অতিমারিতে রাজ্যে আয় কম হয়েছে, কিন্তু তিনি জানালেন টাকা শোধ করা হবে। পাশাপশি বিরোধীদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পাওনা টাকা আদায়ের সহযোগিতা যেন তাঁরা করে। উল্লেখ্য, বিধানসভায় বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে জানিয়েছিলেন, আগের অর্থবর্ষে ২ লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটির বাজেট ছিল। ২০২১-২২ সালে তা বেড়ে ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা হয়েছে। ২০.৭ শতাংশ বেড়েছে। তিনি জানান, ২০২০-২১ সালে বাংলার জন্য কেন্দ্র প্রায় ৫৮ হাজার ৯৫২ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু পাওয়া গিয়েছে ৪৪ হাজার ৭৩৭ কোটি ১ লক্ষ টাকা। ১৪ হাজার ২২৫ কোটি ৫৪ লক্ষ কোটি টাকা কম পাওয়া গিয়েছে। এই প্রেক্ষিতেই তিনি কেন্দ্রকে তুলোধনা করে বলেন, ২০১৯-২০ সালেও রাজ্য বরাদ্দের ১১ হাজার কোটি টাকা পাওয়া যায়নি এখনও। রাজ্যের টাকা রাজ্যকে দেওয়া হয়নি। তাছাড়াও ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা এখনও পাওনা বাকি কেন্দ্রের থেকে, বলে দাবি তাঁর।
আরও পড়ুন- পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে খোঁচা সুব্রতর, দিলেন রাজ্যের কাজের হিসেব
এর পাশাপাশি পার্থ আরও মনে করিয়ে দেন, পর পর দুটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে রাজ্য সরকারকে। তিনি বিরোধীদের বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তারা বলুন যে দেশের এমন কোন রাজ্য আছে যেটি একদিকে অতিমারি, তার ওপর প্রাকিতিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পরও মাথা তুলে দাঁড়িয়ে আছে? অন্যদিক ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে তিনি মন্তব্য করেন, ভ্যাকসিন পাচ্ছে না, পাচ্ছে না বলে বিরোধীরা গলা ফাটাচ্ছেন। অথচ কেন্দ্রীয় সরকারের কাছে বার বার চেয়েও পাওয়া যায়নি ভ্যাকসিন। অনেক রাজ্য ভ্যাকসিন অপচয় করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। এমনই দাবি তাঁর।