Aajbikel

এজেন্ট মারফৎ অয়ন পার্থর কাছে পাঠিয়েছিলেন প্রায় ২৭ কোটি! দাবি করল ইডি

 | 
ayan

কলকাতা: নিয়োগ কাণ্ডে গতকাল ধৃত অয়ন শীলের বিরুদ্ধে নতুন চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতে আরও বিস্ফোরক কিছু তথ্যের উল্লেখ করেছে তারা। তাঁর কালো টাকা লেনদেন এবং অন্য অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর সঙ্গে যোগসূত্র নিয়ে তো বড় দাবি করা হয়েছেই, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক দাবি করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, অয়ন শীলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গিয়েছিল একই ইস্যুতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছে। যদিও তা এজেন্ট মারফৎ। 

অয়ন শীল সম্পর্কে চার্জশিটে ইডির দাবি, ২০১২ এবং ২০১৪ সালের টেট-এ চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছিলেন অয়ন। সেই টাকার পরিমাণ প্রায় ৪৫ কোটি। এই টাকা তোলা হয়েছে অন্তত ১ হাজার জন চাকরিপ্রার্থীদের থেকে, এটাও জানিয়েছে ইডি। এই অর্থ নিয়েই তাঁদের বড় দাবি, প্রায় ২৭ কোটি টাকা বেহালার এক ব্যক্তিকে দেন তিনি। সেই ব্যক্তিই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের এজেন্ট ছিলেন, যার মাধ্যমে সেই টাকা পৌঁছয় পার্থর কাছে। এছাড়া অয়ন ৬০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকেও। এমনকি অয়ন কুন্তলের মাধ্যমে ১০ জনের চাকরি করিয়েছিলেন বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। 

তবে এমনও জানা গিয়েছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল টাকা নিয়েও চাকরি দিতে পারেননি অয়ন শীল। সেই কারণেই অয়নের এক এজেন্ট ও তাঁর ছেলে একসঙ্গে আত্মঘাতী হন। সেই ঘটনায় অয়নের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছিল সেই সময়ে। ইডি এও চার্জশিটে উল্লেখ করেছে যে, খোদ শান্তনু বন্দ্যোপাধ্যায় অয়নের নামে একাধিক অভিযোগ করেছেন তাঁদের কাছে। 

Around The Web

Trending News

You May like