Aajbikel

সরকারি কাজের ব্যাখ্যা দিতে গিয়ে টানলেন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ! কী বললেন পার্থ

 | 
পার্থ

কলকাতা: যে কোনও শর্তে জামিন চাইছেন নিয়োগ কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতের শুনানিতে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার প্রসঙ্গ তোলেন, নিজের শারীরিক অবস্থার সঙ্গে তাঁর তুলনা করেন। শুধু তাই নয়, সরকারি কাজের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি তোলেন মুখ্যমন্ত্রী নামও। এক কথায় বলা যায়, জামিন পেতে এখন কার্যত নাছোড়বান্দা হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 

সোমবার আলিপুরের নগর দায়রা আদালতের শুনানিতে পার্থ আবার দাবি করেন যে তিনি নিয়োগ দুর্নীতিতে কোনও ভাবেই যুক্ত নন। এতে তাঁর কোনও ভূমিকা নেই। এই প্রেক্ষিতেই তিনি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কী ভাবে কাজ করে তার ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, এসএসসি নিজস্ব নীতিতেই চলে। সেখানে মন্ত্রীদের কোনও ভূমিকা নেই। আইনজীবীর দাবি, তাঁর মক্কেল নিয়োগকর্তা কিংবা সুপারিশকর্তা ছিলেন না। এই পরিপ্রেক্ষিতেই পার্থ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে বলেন, ক্যাবিনেট সেক্রেটারি নির্দিষ্ট দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে রিপোর্ট দেন। তাঁরা মুখ্য সচিবকে রিপোর্ট করেন। এর পর মুখ্যসচিব রিপোর্ট দেন মুখ্যমন্ত্রীর কাছে। তাহলে কি পার্থ কৌশলে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকেও জড়িয়ে নিলেন? উঠছে এই প্রশ্ন। 

তবে আদালত থেকে বেরনোর সময়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে নিজের মত একদম স্পষ্ট করে দেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, মুখ্যমন্ত্রী কখনওই ‘নিয়োগকর্তা বা সুপারিশকর্তা’ নন। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা, আনুগত্য এখনও আগের মতোই আছে। এমনটাই জানান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।   

Around The Web

Trending News

You May like