কলকাতা: চলতি বছর ২১ জুলাই তৃণমূলের কংগ্রেসের কাছে অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ সদ্য দল পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবেই জয়লাভ করেছে। কিন্তু এই দিনটির আগে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলেছে শাসক শিবির। দল থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে নিয়োগ কাণ্ডে ধৃত পার্থ চট্টাপাধ্যায়কে। কারণ ২১ জুলাইয়ের আগে দলের ‘মহাসচিব’ পদটিই তুলে দিয়েছে তৃণমূল। একই সঙ্গে বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় যে ঘরে বসতেন সেই ঘরেও তালা ঝোলানো হয়েছে। তবে শেষ যে খবর পাওয়া গিয়েছে তা হল, বিধানসভার ওই ঘর এখনও তালাবন্ধ, কাউকেই দেওয়া হয়নি।
গত বছর ২০ জুলাই পার্থ চট্টোপাধ্যায় শেষবার বিধানসভা গিয়েছিলেন। কারণ তারপরই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি। এই গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে আর সে ভাবে জনসমক্ষে দেখা যায়নি। এমনিতেই অনেক আগেই দল এবং মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। সম্প্রতি বিধানসভার তাঁর ঘরও তালাবন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন পার্থের ঘরটিতে কেউ বসেন না। এখনও পর্যন্ত কোনও অন্য মন্ত্রীকে সেই ঘর দেওয়া হয়নি। বিধানসভা সূত্রে খবর, অনেক মন্ত্রীই পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘরে বসার আবেদন ইতিমধ্যে করেছেন। কিন্তু কোনও আবেদন এখনও গৃহীত হয়নি। তাই নামহীনভাবেই বন্ধ পড়ে আছে ওই ঘর।
অন্যদিকে, পার্থ না থাকলেও, মহাসচিব পদটি দলেরই ছিল। ঠিক হয়েছিল এই পদে বসানো হবে মুকুল রায়কে। কিন্তু পরবর্তী পরিস্থিতি যা তৈরি হয়েছিল তাঁকে নিয়ে তাই আর এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অবশেষে এই পদটিই তুলে দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, এই পদের জন্য উপযুক্ত কাউকে পাওয়া যায়নি, তেমনটা নয়। কিন্তু যে পদ দলকে কলঙ্কিত করেছিল, সেই পদটিই আর রাখতে নারাজ তৃণমূল।