সংগঠনে একাধিক রদবদল, এবার বাংলার বাইরে দলকে শক্তিশালী করার লক্ষ্য, বললেন পার্থ

সংগঠনে একাধিক রদবদল, এবার বাংলার বাইরে দলকে শক্তিশালী করার লক্ষ্য, বললেন পার্থ

b00b976fd2c1c3297130aa693892b8c9

কলকাতা:  ওয়ার্কিং ও কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, মা, মাটি, মানুষের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রথম জাতীয় কর্ম সমিতির বৈঠক হল৷ এই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে৷ তৃণমূলে ‘এক ব্যক্তি, এক পদ’  নীতি কার্যকর হয়েছে৷ এছাড়াও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন দিয়েছেন৷

আরও পড়ুন- সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক, রাজ্য যুব সভানেত্রী হচ্ছেন সায়নী

এছাড়া কিছু রদবদলের কথাও আজকে বৈঠকে বলা হয়েছে৷ প্রথমত, কাকলি ঘোষ দস্তিদারকে তৃণমূলের  মহিলা সভানেত্রী হিসাবে মনোনিত করা হয়েছে৷ সায়নী ঘোষকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে৷ সাংগঠনিক বিষয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বঙ্গ জননী বাহিনীতে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মালা রায়কে৷ পূর্ণেন্দু বসুকে খেতমজুর শাখার সভাপতি করা হয়েছে৷ শ্রমিক সংগঠনের প্রধান হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনিত করা হয়েছে৷ সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের সভানেত্রী হিসাবে কাজ করবেন দোলা সেন৷ এছাড়াও সংস্কৃতিক শাখা পুনর্গঠিত হয়েছে৷ সংস্কৃতি শাখার প্রধান হয়েছেন রাজ চক্রবর্তী৷ রাজ্য কমিটিতে প্রধান হয়েছেন কুণাল ঘোষ৷ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অসীম মাঝি সহ চারজনকে সম্পাদক করা হয়েছে৷ 

এদিনের বৈঠকে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই দলটাই তাঁর সবচেয়ে প্রিয়৷ দলীয় কর্মী হিসাবে তিনি নিজেকে ধন্য মনে করছেন৷ বৈঠকে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাঁরা দলের প্রকৃত সম্পদ সেই সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি এক মাসের মধ্য জেলা স্তরে বিচার বিবেচনা করে পরিবর্তন করা হবে৷ তৃণমূল কংগ্রেস বাংলার বাইরেও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু করবে৷ বিভিন্ন রাজ্যে তৃণমূলের বিস্তারের লক্ষ্যে কাজ করবেন সাংসদরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *