কলকাতা: আইকোর মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের মহাসচিবকে৷ কিন্তু আজ হাজিরা দিতে পারবেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সিবিআই-কে মেল করে জানিয়ে দিলেন তিনি৷
আরও পড়ুন- অমিত শাহের সভার আগে উত্তেজনা ঝাড়গ্রামে, পুলিশের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
আইকোর মামলায় তলব করা হয়েছিল শিক্ষামন্ত্রীকে৷ আজই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু তিনি আজ সিবিআই দফতরে যাচ্ছেন না৷ পার্থবাবু জানান, নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় আজ তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হবে না৷ এই মর্মে ইতিমধ্যে মেলও করেছেন তিনি৷ এবারের ভোটে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়৷
সোমবার দুপুরে সিবিআই আধিকারিকদের কাছে অফিসিয়াল মেল পাঠানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের তরফে৷ সেখানে বলা হয়, আজ সকাল ১১টায় নির্ধারিত সময়ে তিনি আসতে পারবেন না৷ কারণ ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে৷ আজ একাধিক কর্মসূচীও রয়েছে তাঁর৷ তবে কবে তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন, সে বিষয়ে কোনও কথা উল্লেখ করা হয়নি মেলে৷ অন্যদিকে, জানা গিয়েছে আরও দুটো দিন অপেক্ষা করতে চায়ইছে সিবিআই কর্তারা৷ তাঁরা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, আজ পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দিলে আরও দু’দিন অপেক্ষা করা হবে৷ এই দু’দিনের মধ্যে তিনি সিবিআই-এর সঙ্গে কোনও রকম যোগাযোগ না করলে আইকোর কাণ্ডে চলতি সপ্তাহেই তাঁকে ফের নোটিশ পাঠানো হবে৷
গত বৃহস্পতিবার তাঁকে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল৷ ওই নোটিশে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু তথ্য তলব করা হয়েছিল৷ এই মামলায় তাঁর বয়ান নেওয়া জরুরি৷ তবে আজ তিনি ভোট সংক্রান্ত কর্মসূচি দেখিয়ে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন৷
আরও পড়ুন- শোভন-বৈশাখীর পদত্যাগে নয়া জল্পনা রাজনৈতিক মহলে, কী বললেন সৌগত-দিলীপ?
প্রসঙ্গত, আইকোর কাণ্ডে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়৷ সংস্থার প্রধান অনুকূল মাইতির সঙ্গে একাধিক ছবিতে পার্থবাবুকে দেখা গিয়েছে৷ আইকোরের একাধিক অনুষ্ঠানেও তাঁকে উপস্থিত থাকতে এবং বক্তব্য রাখতে দেখা গিয়েছে৷ তাঁর সঙ্গে কি আইকোরের কোনও চুক্তি ছিল? কেনই বা তিনি আইনকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন? এই বিষয়ে তাঁর বয়ান অত্যন্ত জরুরি বলেই জানাচ্ছে সিবিআই৷ সেই কারণেই তাঁকে নোটিশ পাঠানো হয়৷