বউবাজারের পর এবার করোনায় আক্রান্ত পার্ক স্ট্রিট থানার আধিকারিক!

বউবাজারের পর এবার করোনায় আক্রান্ত পার্ক স্ট্রিট থানার আধিকারিক!

34f9ad8553d7473ac207af05502d474d

কলকাতা: করোনা ভাইরাসে পার্কস্ট্রিট থানায় দুই পুলিশ আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতায় মোট নয় জন পুলিশ আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা। কলকাতাতেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।

জানা গিয়েছে, মঙ্গলবার পার্কস্ট্রিট থানার দুই পুলিশ কর্মীর লালারস সংগ্রহ করা হয়। বুধবার রিপোর্ট পজেটিভ আসের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। এর আগেই বউবাজার, প্রগতি ময়দান, গার্ডেনরিচ থানার পুলিশ আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতায় মোট নয় জন পুলিশ আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবারই  বউবাজার থানার শীর্ষ স্থানীয় পুলিশ আধিকারিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

বউবাজার থানা জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে। ওই আধিকারিক যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বউবাজার থানার গাড়ির চালক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। বউবাজার থানার পাশেই রয়েছে হেয়ারস্ট্রিট থানা। সেই থানার কেউ ওই পুলিশ আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে প্রগতি ময়দান থানার ওসি ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হন। তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই থানাটিকে জীবানু মুক্ত করা হয়। ওই পুলিশ আধিকারিকের গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *