নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ আপাতত স্থগিত পার্ক সার্কাসে

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ আপাতত স্থগিত পার্ক সার্কাসে

কলকাতা: করোনা ভাইরাসের কারণে জমায়েত নিষিদ্ধ হওয়ায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বন্ধ রাখল পার্ক সার্কাস। এখন থেকে পার্ক সার্কাসের ধরনাস্থলে কেবলমাত্র ৭ জন বিক্ষোভকারী থাকবেন। ৭ জানুয়ারি কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ।

গত ৬ জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র প্রতিবাদে পার্ক সার্কাস ময়দানে অবস্থানে বিক্ষোভে সামিল হয় বহু সংখ্যালঘু মহিলারা। মাথায় ছাতা নিয়ে সন্তানকে সঙ্গে নিয়েই চলতে থাকে তাঁদের আন্দোলন। ৫০ বছরের প্রৌঢ়া থেকে ৫ বছরের শিশু সবার মুখে একই স্লোগান ‘হাল্লা বোল, হাল্লা বোল। সিএএ, এনআরসি মানছি না, মানব না’। বিক্ষোভে সামিল আট থেকে আশির কয়েকশো সংখ্যালঘু মহিলা।

বর্তমানে করোনার থাবায় দেশের তথা রাজ্যের ভয়াবহ অবস্থা। সরকারের তরফে যে কোনও ধরনের জমায়েতের উপর নিসেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই কারনেই শেষমেশ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বন্ধ রাখল পার্ক সার্কাস।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে গিয়েছে৷ বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে৷ ভারতে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ ভারতে দুই বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে৷ দুই জন পর্যটকের এক ইতালি ও অন্য জন ফিলিপিন্সের নাগরিক৷ করোনা আক্রান্ত হলেও এই দুই বিদেশি পর্যটক সুস্থ হয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ বিহারে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি৷ মহারাষ্ট্রে ৯০ য়ের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে সব থেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *