আপাতত তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নয়, পরেশ রাওয়ালকে ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

আপাতত তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নয়, পরেশ রাওয়ালকে ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

86e2901545fe4fbbab7235ef4ea13c48

কলকাতা: বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায় বিজেপি নেতা তথা অভিনেতা পরেশ রাওয়ালকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। গুজরাটে তাঁর এক মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সিপিএম নেতা মহম্মদ সেলিম তালতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তলবে সাড়া না দিয়েই পাল্টা তাঁদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরেশ। অবশেষে আদালত তাঁকে রক্ষাকবচ দিল।

আরও পড়ুন- সিবিআই কর্তাদেরই সম্পত্তির হিসাব চান ক্ষুব্ধ বিচারপতি! মন্তব্য, সময় খারাপ আসছে

এই মামলায় তালতলা থানা থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল পরেশ রাওয়ালকে। ৪ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য নির্দেশ ছিল। কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ রাওয়াল। তাঁর আইনজীবীর দাবি, পরেশ কারোর মনে আঘাত করার জন্য ওই মন্তব্য করেননি। পরবর্তীকালে তিনি ক্ষমাও চেয়েছেন টুইটের মাধ্যমে। এই শুনে বিচারপতি মান্থা মহম্মদ সেলিমের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, উনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপর সেলিমের আইনজীবী আদালতের কাছ থেকে সময় প্রার্থনা করেন। সোমবার মহম্মদ সেলিমের বক্তব্য তিনি জানাবেন আদালতের কাছে এই আশ্বাস দেন।