কলকাতা: একদিকে যখন এসএসসি দুর্নীতির মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার সন্ধ্যায় সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে তখনও নিখোঁজ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। প্রসঙ্গত মন্ত্রিপরিষদে তাঁর বিরুদ্ধেও একই অভিযোগে যে, তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে মেয়েকে স্কুলশিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন। মূলত সেই কারণেই মঙ্গলবার রাত আটটার সময় তাঁকে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু মন্ত্রী আদালতের সেই নির্দেশ মানেননি, উল্টে প্রায় ১২ ঘন্টার উপর মন্ত্রী এবং মন্ত্রী কন্যার কোনও খোঁজ নেই বলে খবর। এদিন সকাল থেকেই মন্ত্রীর ফোন স্যুইচ অফ রয়েছে বলে জানা যায়। সকাল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেলেও এখনও তাঁদের কোনও খোঁজ মেলেনি। অন্যদিকে সূত্রের খবর, মন্ত্রী পরেশ অধিকারী কলকাতা ফিরেছেন। তবে ঠিক কি কারণে তিনি সিবিআই আধিকারিকদের এখনও মুখোমুখি হননি সেই কারণ অজানা।
বুধবার সকালে খবর মেলে মঙ্গলবার রাতে পদাতিক এক্সপ্রেসে ওঠা পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে ভোর সাড়ে চারটে নাগাদ বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নামেন। এরপর আর মন্ত্রী কিংবা মন্ত্রী কন্যার কোনও খোঁজ পাওয়া যায়নি। যদিও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর পাঁচটা নাগাদ স্টেশন থেকে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মন্ত্রী। কিন্তু তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও মন্ত্রীর কোনও খোঁজ না পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোথায় গেলেন তিনি। এদিকে সিবিআই আধিকারিকদের ডাকে সাড়া না দেওয়ায় তাঁর বিপদ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল এবং সূত্রের খবর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নতুন মামলা দায়ের হতে পারে। অর্থাৎ এক কথায় হাইকোর্টের নির্দেশ অবজ্ঞা করে নিজেকে আরও আইনি জালে জড়িয়ে ফেললেন মন্ত্রী পরেশ অধিকারী।
এদিকে শিক্ষা প্রতিমন্ত্রীর খোঁজে তাঁর ছবি এবং নিরুদ্দেশ বার্তা নিয়ে বুধবার বিকেলে লেকটাউনে বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই কর্মীরা। এদিন লেকটাউনের রাস্তায় রাস্তায় ঘুরে তাঁদের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করতে দেখা যায় যে তারা কেউ পরেশ অধিকারীকে দেখেছেন কিনা। অভাবনীয় এই বিক্ষোভকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয় এলাকা। এছাড়া দক্ষিণ কলকাতার মিন্টো পার্কেও এসএসসি দুর্নীতি এবং মন্ত্রী পরেশ অধিকারীর গ্রেফতারির দাবিতে একটি বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই কর্মীরা। তাঁদের রুখতে পুলিশ বাহিনী পৌঁছলে মুহুর্তের মধ্যে রণক্ষেত্রেররুপ নেয় গোটা এলাকা। পুলিস আধিকারিকের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন এসএফআই কর্মীরা। শেষে তাঁদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে খবর।