কলকাতা: পেশায় চিকিৎসক ছিলেন। মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত হীরকজ্যোতি অধিকারীর মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। এনার আরও একটি পরিচয় হল, ইনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র। জানা গিয়েছে, এদিন সকালে বাবার সঙ্গেই ফোনে কথা বলতে বলতে তাঁর শরীর খারাপ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। মেয়ে অঙ্কিতা অধিকারীকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই চাকরি চলে যায়। এতদিনের চাকরির বেতনের টাকাও ফেরত দিতে হয়। সেই ঘটনার অনেক দিন কেটে যাওয়ার পর বর্তমানে সবথেকে বড় শোক পেল অধিকারী পরিবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিয়োর এবং দীর্ঘ দিনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে পরেশ অধিকারীর পুত্রের। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া অধিকারী পরিবারে।