মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা

কলকাতা: নবান্নে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত প্রথম বর্ষের ছাত্রের বাবা-মা৷ আজ, সোমবারই নবান্নে যাওয়ার কথা তাঁদের। দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ ওই ছাত্রের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করেছিল। মুখ্যমন্ত্রী তাঁদের সোমবার সময় দিয়েছেন বলে খবর নবান্ন সূত্রে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন নদিয়ার ওই ছাত্র। যাদবপুর মেন হস্টেলে অন্য ছাত্রদের অতিথি হিসাবে থাকতেন তিনি৷ গত ৯ অগাস্ট রাতে আচমকা হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান ওই ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি৷ পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। সেই রাতে ওই ছাত্রের উপর অত্যাচার করা হয়েছিল কিনা, সেই প্রশ্নও উঠেছে৷ ওই পড়ুয়া নিজে ঝাঁপ দিয়েছিলেন, নাকি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়৷
ওই ছাত্রকে যখন উদ্ধার করা হয়, তখন তাঁর গায়ে কোনও পোশাক ছিল না৷ ওই ছাত্রের পরিবার ব়্যাগিং-এর পাশাপাশি খুনের অভিযোগ আনে৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে জয়দীপ ঘোষ নামের এক ছাত্রের বিরুদ্ধে পুলিশকে আটকানোর অভিযোগও ছিল। তাঁকে জামিন দেওয়া হয়েছে।
এই ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছেলের মৃত্যুর সুবিচার চেয়েছেন ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু। তাঁদের বাড়িতেও পুলিশ গিয়েছিল। গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দলও এবং রাজ্যের নেতানেত্রীরা৷ এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন নিহত ছাত্রের বাবা রামপ্রসাদ এবং তাঁর স্ত্রী। দোষীদের শাস্তি যাতে নিশ্চিত হয়, সে বিষয়েই সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন তাঁরা।