Aajbikel

দেবতার আসনে বাবা-মাকে বসিয়ে পুজো, ‘অভিনব’ ভালবাসার দিন পালন মালদার স্কুলে! নেপথ্যের কারণ কী?

 | 
দেবতার আসনে বাবা-মাকে বসিয়ে পুজো, ‘অভিনব’ ভালবাসার দিন পালন মালদার স্কুলে! নেপথ্যের কারণ কী?

ইংরেজবাজার: ১৪ ফেব্রুয়ারি, ভালবাসা দিবস পালনে ব্যস্ত গোটা দেশ। কিন্তু, যে ভালবাসা দিবসকে ঘিরে চারদিকে এত আয়োজন সেই সংস্কৃতি ভারতের নিজস্ব নয়... পশ্চিমি সভ্যতার অঙ্গ। যা বহাল তবিয়তে জুড়ে গিয়েছে জীবনের সঙ্গে।  সেই কারণে, আজও ১৪ ফেব্রুয়ারিকে নিয়ে নাক সিটকান অনেকেই।

আগামী প্রজন্মকে ভারতীয় শিক্ষা-সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে অভিনব উদ্যোগ নিল মালদার এক স্কুল। ভালবাসার দিনে বাবা-মাকে শ্রদ্ধা জানাতে পুজোর আয়োজন করা হয় বেসরকারি ওই স্কুলের তরফে। মালদা শহরের ঘোড়াপীর এলাকার এই স্কুলে মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব।  প্রায় শতাধিক স্কুল পড়ুয়া বাবা-মাকে পুজো করে ভালবাসা দিবস পালন করে।

দেবতার আসনে বাবা-মাকে বসিয়ে পুজো, ‘অভিনব’ ভালবাসার দিন পালন মালদার স্কুলে! নেপথ্যের কারণ কী?

স্কুলের সবুজ ঘাসে বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট।  বাবা-মায়ের হাত ধরে পুজোয় অংশ নেয় খুদের দল। বাবা-মায়ের গলায় মালা পরিয়ে, পায়ে ফুল নিবেদন করে পুজোর পর পরিক্রমা শেষে সম্পন্ন হয় পুজো। অভিনব কায়দায় ভালোবাসার দিন পালনের অনুষ্ঠান দেখে আপ্লুত অভিভাবকরাও।  স্কুল কর্তৃপক্ষের উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় মহলেও। কিন্তু, হঠাৎ কেন এই ভাবনা?

দেবতার আসনে বাবা-মাকে বসিয়ে পুজো, ‘অভিনব’ ভালবাসার দিন পালন মালদার স্কুলে! নেপথ্যের কারণ কী?

হিন্দু শাস্ত্র মতে পিতা-মাতার স্থান সবার উপরে। কিন্তু, আজকাল সেই কথা মেনে চলে ক’জন।  উল্টে বরং মা বাবার উপর অত্যাচারের খবর এখন প্রায়ই জায়গা করে নেয় সংবাদমাধ্যমে। যা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে থাকে। এই ধরনের ঘটনা রুখতে উদ্যোগ নিয়েছে মালদার এই স্কুল। শৈশব অবস্থা থেকেই বাবা-মায়ের প্রতি ভক্তি, আনুগত্যের বীজ বপন করার   উদ্যোগ নিয়েছে তাঁরা। যা নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Around The Web

Trending News

You May like