হাওড়ায় ডেঙ্গুর ছোবলে শিশুর মৃত্যু ঘিরে ছড়াল আতঙ্ক

হাওড়ায় ডেঙ্গুর ছোবলে শিশুর মৃত্যু ঘিরে ছড়াল আতঙ্ক

 

হাওড়া: করোনা রয়েইছে৷ এবার তার দোসর হয়ে হাজির ডেঙ্গুও৷ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়াল হাওড়া পুরনিগমের ২৪নং ওয়ার্ডে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর নাম রিয়া চট্টোপাধ্যায় (৮)৷ তার বাড়ি স্থানীয় যোগেন মুখার্জি লেনে। পরিবার সূত্রের খবর, চলতি মাসের ২৩ তারিখ থেকে আক্রান্ত ওই শিশু। পরিবারের লোকেরা হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মৃত্যু হয় ওই শিশুটির। ঘটনার জেরে পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

রবিবার সকালে শিশুটির পরিবারের সাথে দেখা করতে আসেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিয়মিত সাফাইয়ের কাজে ঘাটতি রয়েছে। মাসে ১-২ বার পরিষ্কারের কাজ করেন পুরসভার কর্মীরা। পুরসভায় খবর দিলে তবেই সাফাই কর্মীদের পাঠানো হয়। ফিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ার ফলে মশার উৎপাত বাড়ছে৷

তারই জেরে দুর্গা পুজোর সময় থেকেই এলাকায় জ্বরের প্রকোপও দেখা দিয়েছে৷ তাই নিয়মিত সাফাই অভিযানের দাবি জানিয়েছেন তাঁরা৷ অন্যদিকে চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের কারণে নানা রকম রোগের প্রাদুর্ভাব বাড়ছে। যেমন, ফ্লু, ডেঙ্গু, মরসুমি জ্বর ইত্যাদি। গবেষণায় উঠে এসেছে, ডেঙ্গু ভাইরাস চার রকমের হয়। প্রতিটির লক্ষণ আলাদা। তাই এসময় বাড়তি সতর্কতার পরামর্বশ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *