লোকালে যাত্রীদের ঠাসা ভিড়, বাড়ছে চিন্তা

লোকালে যাত্রীদের ঠাসা ভিড়, বাড়ছে চিন্তা

কলকাতা: লোকাল ট্রেন চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে৷ কিভাবে এই মাপকাঠি নির্ধারণ করা হবে, তা নিয়ে ঘোষণার দিনেই সংশয় প্রকাশ করেছিল বিভিন্ন মহল৷ সেই সংশয় যে অমূলক ছিল না, তা লোকাল ট্রেন চালু হওয়ার একদিন পরের ভিড়টাই প্রমাণ করে দিল৷

সোমবার সকাল থেকে হাওড়া-খড়গপুর দক্ষিণ পূর্ব রেলওয়ে কিংবা শিয়ালদহ-বনগাঁ শাখায় দেখা গেল মানুষের ঠাসা ভিড়ের ছবিটা৷ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, কী ভাবে করোনা বিধি মেনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে? প্রসঙ্গত, গত ২৯ মে লোকাল চালানোর ঘোষণা করে রাজ্য৷ তখনই প্রশ্ন উঠেছিল, ৫০ শতাংশ যাত্রী মাপবে কে? রেলের তরফ থেকে জানানো হয়েছিল আরপিএফ এবং জিআরপি দিয়ে নজরদারি চালানো হবে স্টেশনে স্টেশনে। তবে কেউ জোর করে চাপলে সেক্ষেত্রে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে রেল কর্তারা বলেছিলেন, ‘‘অতিথিকে তো আর ঠেলে ফেলে দেওয়া যায় না৷’’

রবিবার থেকে চালু হয়েছে ট্রেন৷ আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন৷ শিয়ালদহ মেন শাখার  ট্রেনগুলোতে থিকথিকে ভিড়। কোভিড বিধি শিকেয়। দূরত্ব বিধি উধাও।  অনেক যাত্রীদের মুখে আবার মাস্কও নেই। অফিস টাইমে বাদুড়ঝোলা হয়ে প্রানের ঝুঁকি নিয়ে নিত্যযাত্রীরা করছেন ট্রেন সফর। যাত্রীদের একাংশের অভিযোগ, ৫০ শতাংশের অধিক মানুষজন পেটের জ্বালায় ট্রেনে চাপছেন। কেউই করোনা বিধি মানছেন না। ভিড়ে ট্রেনে যাতায়াতের ফলে করোনার গ্রাফ আরও বাড়বে। প্রসঙ্গত, ভিড়ের দাপটে অনেক যাত্রী এদিন অফিসের ট্রেনও ধরতে পারেননি৷ ভিড় দেখে আতঙ্কিত অনেকেই বলছেন, এমন চলতে থাকলে ফের করোনার দাপট দোড়গড়ায় এল বলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 2 =