ফারাক্কা: রাজনৈতিকভাবে তাঁর পরিচয় পঞ্চায়েত প্রধানের। কিন্তু সেই কাজের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করলেন তিনি। ফারাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান ছোটন মেহরা এই কাজের জন্য প্রশংসা পাচ্ছেন প্রত্যেকের। একদিকে যখন শাসক দলের সঙ্গে জড়িত একাধিকজন দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছেন, গোয়েন্দা সংস্থার তলব পাচ্ছেন, সেখানে ছোটনের উদ্যোগ অনেককেই অবাক করেছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?
২০১৮ সালে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ানোর আগে এমএ পাশে ছোটন টিউশন করার পাশাপাশি তেলেভাজা, ঘুঘনি বিক্রি করতেন। তবে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। কিন্তু এই পদের মেয়াদ তো ৫ বছর, যা এবার শেষ হচ্ছে। এরপর কী? পদ চলে যাওয়ার পর সংসার চালাবেন কী ভাবে, পেট চলবে কী করে? এইসব প্রশ্নের উত্তরের খোঁজেই শাড়ির ব্যবসা শুরু করেছেন তিনি। আপাতত প্রতিদিন সকাল ও বিকেলে দোকানেই পাওয়া যায় তাঁকে। মাঝে দুপুরে যান পঞ্চায়েতে। সেই সময় তাঁর স্ত্রী দোকান সামলান। এইভাবেই আগামী দিনে ব্যবসা করতে চান ছোটন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ইডি-র জেরার আগে একটু বেশিই আত্মবিশ্বাসী কালীঘাটের কাকু” width=”853″>
তৃণমূল নেতার কথায়, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। এক্ষেত্রে কিছুটা অভিমানও আছে তাঁর। ছোটন জানিয়েছেন, ঘরের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এলাকার অনেকেই তাঁকে ভুল বুঝে তাঁর ওপর হামলা করেছিলেন। এতেই ভোট এবং ক্ষমতা থেকে তাঁর মন সরে গিয়েছে। তাই রাজনীতির ময়দানে আর না থেকে ব্যবসা চালানোই এখন লক্ষ্য এই নেতার।