নিজস্ব সংবাদদাতা, তালডাংরা: জঙ্গলমহলে গিয়ে ফের তৃণমূলকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বললেন, এতদিন কেন্দ্রের পাঠানো টাকা চুরি করেছে তৃণমূল নেতারা৷ যার জন্য উন্নয়ন হয়নি জঙ্গলমহলের৷ একইসঙ্গে তিনি বলেন, ভোটের পরে পঞ্চায়েতের টাকা লুঠের হিসেব হবে৷ যারা লুঠ করেছে তাদের জেলে পাঠানো হবে৷ বড়রা আলিপুর সেন্ট্রাল জেলে যাবে ও বিধায়ক সাংসদদের জায়গা হবে ভূবনেশ্বরে। যেভাবে সুদীপ ও তাপসকে পাঠানো হয়েছিল৷
সভা শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, যারা সিবি, ইডির ভয় পাচ্ছেন, তারাই জেলে যাওয়ার কথা বলছেন। নিশ্চই এর কারণ আছে। যাদের জেলে যাওয়ার ইচ্ছা আছে তারা যাবেন। এদিন উত্তরবঙ্গে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা মন্তব্যের প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আমি তো গুণ্ডা আছি, গুণ্ডামি করলে আমিও সাধারণ মানুষকে নিয়ে গুণ্ডামি করবো। অত্যাচারিত মানুষের হয়ে কথা বলি৷”
তিনি আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দম লাগে, তার আগে ঐ দলটাই না উঠে যায়। একইসঙ্গে এদিন রাজ্য বিধানসভার অনাস্থা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেভাবে সকাল বিকাল তৃণমূল ভাঙ্গছে, তাতে সবই সম্ভব৷ এদিন 60 জন অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন রাজ্য সভাপতির হাত ধরে৷