বনগাঁয় আবার ভাঙন বিজেপিতে, দল বদলালেন পঞ্চায়েত সদস্য

বনগাঁয় আবার ভাঙন বিজেপিতে, দল বদলালেন পঞ্চায়েত সদস্য

6f903108ea04f1454178a72154b182c1

বনগাঁ: ফের ভাঙন বিজেপিতে৷ এদিনই দল বদলেছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ তারই মাঝে বুধবার তৃণমূলের বিজয়া সম্মিলনীতে হাজির হলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা৷ যা দেখে উপস্থিত অনেকেই চমকে গিয়েছিলেন৷ কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়ে যায় যে আনুষ্ঠানিকভাবে এদিনই দল বদল করলেন গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য চম্পা মালাকার৷

বনগাঁর নীলদর্পণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাড়াপোতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজয় সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সংকর দত্ত, সভাপতি আলোরানি সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব । আলো রানী সরকারের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য চম্পা মালাকার।

বিজেপি, সিপিআই, সিপিএম, কংগ্রেস থেকে ৭০০ বেশি সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপি পঞ্চায়েত সদস্য চম্পা  মালাকার বলেন,‘‘বিজেপি থেকে অপমানিত হচ্ছিলাম৷ উন্নয়নও করতে পারছিলাম না৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে দল বদলালাম৷’’ বিজেপির তরফে অবশ্য, হুমকি, ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে৷ যা উড়িয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সংকর দত্ত বলেন, ‘‘বিজেপির লোকেরাও বুঝতে পারছে, ওই দলটা মানুষের জন্য নয়৷ তাই যাঁরা মানুষের ভাল চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *