তেহট্ট: উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে চড়া রোদ৷ প্রখর গরমেই চলছে পঞ্চায়েতের পুনর্নির্বাচন৷ এমতাবস্থায় ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ভোটারের। তেহট্টের ধোড়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়ার বুথের ঘটনা৷ মৃত ব্যক্তির নাম নবদ্বীপ হালদার (৫৫)। প্রচণ্ড গরমের মধ্যেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়েন। মনে করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর৷
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন নবদ্বীপবাবু। ভোটের লাইনে দাঁড়িয়েই অসুস্থ বোধ করেন তিনি। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা, তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নবদ্বীপবাবুর পরিবারের অভিযোগ, তাঁর ভাইপো বিজেপির হয়ে লড়ছেন, তাই স্থানীয় তৃণমূল কর্মীরা বাড়ি বয়ে এসে তাঁকে শাসিয়ে যায়। লাগাতার এমনটা ঘটছিল। পরিবারের দাবি, দুশ্চিন্তার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন নবদ্বীপবাবু। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, তীব্র গরমেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
এদিকে, নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল থকে ১১টা পর্যন্ত পুনর্নির্বাচনে ভোটের হার ১৪.৯১ শতাংশ৷ এখনও পর্যন্ত কোনও জেলা থেকে বড়সড় অশান্তির খবর মেলেনি। তবে দু’একটি জায়গায় আতঙ্কের পরিবেশ রয়েছে৷ ভোটারেরা ভোট দিতে যেতে চাইছেন না। কোথাও কোথাও আবার দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এরই মধ্যে জয়নগরের একাধিক বুথে পুনর্নির্বাচনের সময় সিসি ক্যামেরা না থাকার অভিযোগ উঠেছে। এই এলাকার ২ নম্বর ব্লকের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৯৪, ৯৬ এবং ৯৭ নম্বর বুথে সকাল থেকেই চলছে পুনর্নির্বাচন৷ অভিযোগ, বুথের মধ্যে কোথাও ক্যামেরা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও আবার বুথের বাইরেও দেখা মেলেনি নজরদারি ক্যামেরার৷