‘এ যেন মিশন ২৬! পরের পঞ্চায়েত ভোট পর্যন্ত কি মামলা শুনব?’ বিরক্ত বিচারপতি

‘এ যেন মিশন ২৬! পরের পঞ্চায়েত ভোট পর্যন্ত কি মামলা শুনব?’ বিরক্ত বিচারপতি

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: ৮ জুলাই রাজ্যে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব থেকেই উত্তেজনার গুনে পুড়েছে গ্রাম বাংলা৷ জেলায় জেলায় সংঘর্ষ, মৃত্যুর সাক্ষী থেকেছে গ্রাম পঞ্চায়েত৷ একের পর এক মামলা হয়েছে৷ ভোট পর্ব মিটেছে দেড় মাস হল। এখনও  হাই কোর্টে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার বিরাম নেই! পঞ্চায়েত মামলা নিয়ে এর আগেও বিরক্ত প্রকাশ করেছিল আদালত৷ এই ট্রেন্ড দেখে আইনজীবীদের উদ্দেশে এদিন ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। বুধবার পঞ্চায়েত সংক্রান্ত গুচ্ছ মামলা জমা পড়তেই বেঞ্চের প্রশ্ন, ‘পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচনের মামলা শুনব?’

 

এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন। পাঁচ, ছ’টা খববের কাগজের কাটিং এনে মামলা! কিছু সিনিয়র আইনজীবী অবশ্য আছেন, তাঁদের কথা বাদ দিচ্ছি। কিন্তু বাকিরা কী করছেন?”

এদিন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ২৬টি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। কিন্তু কিছু আইনজীবী জানান, তাঁদের মামলার শুনানি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কেউ আবার জানান, অপরপক্ষ এখনো মামলার কপি দেয়নি৷ অন্যদিকে, আবার বেশ কয়েকটি মামলায় রাজ্য, নির্বাচন কমিশন ও মামলাকারীরা এদিন হলফনামা জমা দিয়েছেন আদালতে। সেই হলফনামা পরস্পরের মধ্যে আদান প্রদান করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। 

তবে একের পর এক পঞ্চায়েত মামলা নিয়ে বিরক্ত প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘২৬ টি মামলা শুনতে হলে পরবর্তী নির্বাচন চলে আসবে! এ যেন মিশন ২৬!’ এরপরই প্রধান বিচারপতির মন্তব্য, ‘কিছু তো যুক্তিসঙ্গত তথ্য নিয়ে আদালতে আসুন। আদালত চায় না আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই মামলা চলুক। শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আদালত শুনবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 7 =