কলকাতা: মাদক পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। এই ঘটনায় এখন থেকেই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে বিজেপি এবং আঙুল তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় পামেলা গোস্বামী বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি আক্রমণ করলেন বিজেপিরই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে! বললেন তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে সিআইডি তদন্ত চেয়ে পামেলা গোস্বামীর বক্তব্য, রাকেশ সিং যাতে গ্রেফতার হন এটাই তিনি চাইছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাকেশ সিং যে এই ঘটনায় অভিযুক্ত তার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।
গতকাল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং হুগলির বিজেপি মহিলা পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করে। জানা গিয়েছে যখন তাকে গ্রেফতার করা হয় তখন পামেলা গোস্বামীর কাছে কয়েক লক্ষ টাকার কোকেন ছিল। বিজেপির এই নেত্রীর সঙ্গে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই প্রেক্ষিতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চক্রান্ত করে ফাঁসানো যদি হয়ে থাকে পামেলা গোস্বামীকে তাহলে আন্দোলনে নামবে বিজেপি।
দিলীপ ঘোষ বলেন, যদি পামেলা গোস্বামী সত্যিই দোষী হন তাহলে আইন আইনের পথে চলবে। কিন্তু যদি প্রমাণ হয় তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাহলে আন্দোলনে নামবে ভারতীয় জনতা পার্টি শিবির। এই প্রেক্ষিতে সরাসরি তাঁর নিশানায় রাজ্যের শাসক দল। তিনি মন্তব্য করেছেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা করেছে রাজ্য সরকার। বিজেপিকে আটকানোর জন্য এই ধরনের কাজ করছে তারা। এবারেও হয়তো একই জিনিস ঘটেছে সে কারণে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা ঠিক নয়। প্রসঙ্গত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও পামেলা গোস্বামীকে এখনই দোষী বলতে রাজি নন।