আধা সামরিক বাহিনীতে পাকিস্তানের নাগরিক! এবার তদন্ত করবে সিবিআই‍!

আধা সামরিক বাহিনীতে পাকিস্তানের নাগরিক! এবার তদন্ত করবে সিবিআই‍!

নিজস্ব প্রতিনিধি:  সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিয়ে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত গোয়েন্দারা। জাল নথি দিয়ে আধা সামরিক বাহিনীতে পাকিস্তানের নাগরিক কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে এমন কিছু নিয়োগের খোঁজ পাওয়া গিয়েছে। সূত্রের খবর পুলিশ প্রশাসন ও প্রভাবশালী কিছু ব্যক্তির পাশাপাশি কিছু সেনা আধিকারিকের যোগসাজশে এমনটা হয়ে থাকতে পারে। এর আগে বিষয়টি নিয়ে সিআইডির পাশাপাশি সিবিআইকেও প্রাথমিক তদন্ত করার অনুমতি দিয়েছিল আদালত। সেই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করেছে সিবিআই। আর তার ভিত্তিতেই বিষয়টি নিয়ে সিবিআইকে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছে আদালত। স্বাভাবিকভাবেই এ খবর সামনে আসতেই উদ্বেগ বাড়ছে গোয়েন্দা মহলে।

 

কিছুদিন আগেই প্রেমের টানে ভারতে অনুপ্রবেশ করেছেন পাকিস্তানের গৃহবধূ সীমা হায়দার। তরুণ প্রেমিকের টানে তিনি নাকি লুকিয়ে ভারতে চলে এসেছেন। কিছুতেই পাকিস্তানে ফিরতে চাইছেন না তিনি। তবে বিষয়টিকে এতটা সরলীকরণ  করে দেখতে রাজি নন গোয়েন্দারা। ওই পাকিস্তানের গৃহবধূ ঠিক বলছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এখানেই শেষ নয়, সদ্য কলকাতায় মার্কিন কনস্যুলেটের সামনে গভীর রাতে পাক চর সন্দেহে এক মহিলাকে আটক করেছিল কলকাতা পুলিশ। ওই মহিলার কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট উদ্ধার হয়।  এরপর দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয় তাঁকে। তবে শেষ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে ওই মহিলার যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরপর এই ধরনের ঘটনা ঘটতে থাকায় গোয়েন্দা মহলের তৎপরতা আরও বেড়েছে। সামনেই ১৫ আগস্ট। তার আগে কেউ নাশকতা চালানোর চেষ্টা করছে কিনা সেদিকে বিশেষ নজর রেখেছেন সেনা কর্তাদের পাশাপাশি গোয়েন্দারা। তাই সীমা হায়দার ইস্যুতে সবরকম ভাবে তদন্ত চালানো হচ্ছে। 

 

তবে আধা সামরিক বাহিনীতে পাকিস্তানের নাগরিক কাজ করছেন এ খবরে সবচেয়ে বেশি চিন্তা বেড়েছে। বিষয়টি সত্যি হলে তা যে দেশের জন্য কত বড় বিপদ সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদি সত্যিই সেটা হয়ে থাকে তাহলে কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা সবার আগে খুঁজে বের করতে চান তদন্তকারীরা। তাই সিবিআইয়ের মতো অত্যন্ত দক্ষ ও পেশাদার তদন্তকারী সংস্থা দ্রুত এই ঘটনার শিকড়ে পৌঁছে গিয়ে সমস্ত তথ্য বের করে  আনবে বলেই সবাই মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 2 =