বিশ্বভারতীর ‘এক টাকার ডাক্তারে’র মূর্তিতে কালী, ফের বেপরোয়া তাণ্ডব!

বিশ্বভারতীর ‘এক টাকার ডাক্তারে’র মূর্তিতে কালী, ফের বেপরোয়া তাণ্ডব!

বোলপুর: বিশ্বভারতীতে বেপরোয়া তাণ্ডবের ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল বীরভূম৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের পাশে থাকার দায়ে পদ্মশ্রী সম্মানে ভূষিত ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে হামলা চালানোর অভিযোগ৷ রাতের অন্ধকারে চিকিৎসকের মূর্তিতে ছোড়া হল কালী৷ গোটা ঘটনার পিছনে বিশ্বভারতীর অশান্তির যোগসূত্র খুঁজে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ এই ঘটনা চিকিৎসককে অপমান করা হয়নি, বরং গোটা বীরভূমবাসীকে অপমান করা হয়েছে বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ৷

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডে  ‘এক টাকার ডাক্তারে’র আবক্ষ মূর্তিতে কালী মাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা৷ দীর্ঘদিন ধরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন পেশায় চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে স্থানীয়রা চেনেন, ১ টাকার ডাক্তার বলে৷ বিপদে-আপদে মানুষের পাশে থাকা চিকিত্সকের মূর্তি কালী লাগানোর ঘটনায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা৷স্থানীয় বাসিন্দারা চিকিৎসককের সম্মানে তাঁর  বাড়ির সামনে একটি আবক্ষ মূর্তি নির্মাণ করে দেন৷ মঙ্গলবার রাতের দুষ্কৃতীরা মূর্তিতে কালী মাখিয়ে চম্পট দেয়৷ সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলরের সদস্য৷ সোমবার সকালে তৃণমূল বিধায়কক ও ২ তৃণমূল নেতার নেতৃত্বে বিশাল মিছিল, পরে বিশ্বভারতীতে  লজ্জার তাণ্ডবের বিরুদ্ধে সরব হয়েছিলেন সুশোভনবাবু৷ এরপর বুধবার সকালে তাঁর মূর্তিতে মাখানো হল কালী৷ গোটা ঘটনার পিছনে বিশ্বভারতীতে  লজ্জার তাণ্ডবের যোগসূত্র খুঁজে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷
 

কে এই ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়? জানা গিয়েছে, ১৯৬০ সালে এমবিবিএস পাশ করেন সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা তিনি৷ এমবিবিএস ছাড়াও এমএফপিএ ও ডিসিপি করেন তিনি৷ পেয়েছেন স্বর্ণপদক৷ এরপর শুরু তাঁর কর্মজীবন৷ প্রথম দিন থেকে তিনি ১ টাকায় রোগী দেখার সিদ্ধান্ত নেন৷ ২০২০ সালে দাঁড়িয়েও ১ টাকার ফি ১ পয়সাও বাড়েনি৷ বরং নিখরচায় অসংখ্য দুঃস্থ মানুষেরও চিকিৎসা করে গিয়েছেন তিনি৷ করোনাকালেও চিকিৎসা পরিষেবায় ছেদ পড়েনি৷

বহু বিশিষ্টজনের চিকিৎসা করিয়েছেন সুশোভনবাবু৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক হিসাবেও তিনি পরিচিত৷ রাজনীতিতেও ছিল সক্রিয়৷ কংগ্রেসের সদস্য৷ বোলপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন৷ বর্তমানে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য৷ মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে৷ দীর্ঘ কর্মজীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে আজ সব থেকে অপমানের শিকার হতে হল পদ্মশ্রী সম্মান পাওয়া চিকিৎসককে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =