কলকাতা: দেশে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। একাধিক রাজ্য নাজেহাল। পশ্চিমবঙ্গেও সমস্যা যে নেই তা বলা যাবে না। সেই প্রেক্ষিতেই কার্যত আগাম সতর্কতা নিয়ে এবং শহরে অক্সিজেনের অভাব মেটাতে কলকাতায় প্রথম তৈরি হল ‘অক্সিজেন পার্লার’। উত্তীর্ণতে এই অক্সিজেন পার্লার গঠন করা হয়েছে। এখানে একই ছাদের তলায় অনেকগুলি অক্সিজেন পার্লার থাকবে। পাশাপশি করোনা আক্রান্ত অথচ খুব সঙ্কটজনক নয়, সেই সমস্ত রোগীদের রাখা হবে এখানে। এদিন উত্তীর্ণ পরিদর্শনে যান রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজ্যের অক্সিজেন প্রসঙ্গে কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন যে বাংলার অক্সিজেন উত্তরপ্রদেশকে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এ দিকে কেন্দ্রীয় সরকার দিন প্রতি অক্সিজেন সরবরাহ বাংলা থেকে করবে বলে বিবৃতি দিয়েছিল। সেই প্রসঙ্গেও মমতা জানিয়েছিলেন যে এইভাবে দিনপ্রতি বাংলা থেকে অক্সিজেন নিয়ে গেলে বাংলার মানুষকে অক্সিজেন দেওয়া সম্ভব হবে না। তবে এখন রাজ্যের যা পরিস্থিতি তাতে অবশ্যই আগামী দিনে অক্সিজেন সংকট হতে পারে বলে আশঙ্কা। সেই প্রেক্ষিতেই অক্সিজেন পার্লার খোলার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৩২ জন মানুষ। হ্যাঁ তবে একই সময় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪১১। মৃত্যু হয়েছে ৯৬ জনের। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আপাতত সর্বোচ্চ হলেও শত আতঙ্কের মধ্যেও এটা মানতেই হবে যে সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং সুস্থতার হারও। নবান্নের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে মোট ৭ লক্ষ ৩ হাজার ৩৯৮ জন ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। তবে আপাতত মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৬২৪ জন।