ফের বোমার শব্দে কাঁপল উত্তপ্ত পাড়ুই! বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা!

ফের বোমার শব্দে কাঁপল উত্তপ্ত পাড়ুই! বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা!

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বিজেপির থানায় বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বোমাবাজিতে উত্তপ্ত এলাকা। বীরভূমের পারুই থানা এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রত্যক্ষ মদতে বোমাবাজির ঘটনা ঘটে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই অভিযোগ খারিজ করে দিয়ে বলেন উৎসবের মুখে জেলায় গণ্ডগোল পাকানোর জন্য বিজেপিই এই কাজ করেছে। ঘটনায় বিজেপির পক্ষ থেকে পারুই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 

জেলায় আইনশৃঙ্খলার অবনতি এবং বিজেপির নেতা ও কর্মীদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদে বীরভূম জেলার 23 টি থানা এলাকায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। সেইমতো পারুই থানা এলাকার কর্মীরা এবং বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ সামাদের নেতৃত্বে প্রায় তিন হাজার মানুষ কর্মসূচিতে উপস্থিত হন। বিজেপি নেতৃত্বের অভিযোগ প্রায় কুড়িজনের কাছাকাছি দুষ্কৃতী বিজেপির সেই কর্মসূচি বাতিল করতে ব্যাপক বোমাবাজি শুরু করে।

মিছিল করে যখন তারা এগোছিছিলেন সেইসময় মিছিল লক্ষ্য করে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। 27 থেকে 30 টি বোমা ফাটানো হয় বলে তাদের দাবি। দুষ্কৃতীদের বোমায় বিজেপির সংখ্যালঘু সেলের নেতা সেখ সামাদসহ কয়েকজন খুব সামান্য জখম হন বলে তাদের অভিযোগ। প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি বোমাবাজি চলে। সেইসময় গণ্ডগোলের জেরে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ফের বেলা দেড়টা নাগাদ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালিত হয়।

বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সামাদ বলেন,  স্থানীয় দুই তৃণমূল নেতার প্রত্যক্ষ মদতে এদিন দুষ্কৃতীরা পুলিশের সামনেই তাদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে। অবিলম্বে সেই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন,  উৎসব শুরুর মরসুমে বিজেপি জেলায় অশান্তি পাকানোর জন্য বিভিন্ন থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। এদিন যে বোমাবাজি হয়েছে তার সঙ্গে সরাসরি তারাই যুক্ত। এখানে তৃণমূল কংগ্রেসের কোনও ভূমিকা নেই।  ঘটনার জেরে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। এলাকা এখনও থমথমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =