পুলিশের সঙ্গে ‘বহিরাগতদের’ ধস্তাধস্তি! কমিশনে গেল কংগ্রেস

পুলিশের সঙ্গে ‘বহিরাগতদের’ ধস্তাধস্তি! কমিশনে গেল কংগ্রেস

4434d699ac846c3cc2265b2d3c6ccbb3

কলকাতা: পশ্চিমবঙ্গের ৪ পৌরনিগমে নির্বাচন চলছে সকাল থেকে কিন্তু সবথেকে বেশি চাঞ্চল্য আসানসোল এবং বিধাননগর নিয়েই। বিধাননগরে সকাল থেকেই একের পর এক ঘটনা ঘটে গিয়েছে। ভুয়ো ভোটার থেকে শুরু করে, বুথে প্রার্থীদের মারপিট, সবই হয়েছে। এবার পুলিশের সঙ্গে ‘বহিরাগত’দের হাতাহাতির ঘটনা ঘটল। অভিযোগ তোলা হচ্ছে, বহিরাগত কিছু লোক বুথ দখল করে ছাপ্পা করছিল। ভোটাররা প্রতিবাদ করলে পুলিশ পদক্ষেপ করে। সেই সময় তাদের সঙ্গে পুলিশের রীতিমত হাতাহাতি হয়। এদিকে এবার শাসক দল এবং পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলে নির্বাচন কমিশনে গিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন- তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বুথেই ‘মারপিট’, তীব্র চাঞ্চল্য

বিরোধী দলের বক্তব্য, সকাল থেকে বিরোধীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। পুলিশকে বলেও কিছু কাজ হচ্ছে না। তৃণমূলের লোকেরা জায়গায় জায়গায় ছাপ্পা করার চেষ্টা করছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ এলে সেটা পুলিশ পাত্তা দিচ্ছে না। নির্বাচন কমিশন জানাচ্ছে যে, তাদের কাছে সব অভিযোগ জমা পড়ছে এবং তারা সেই মতো পদক্ষেপ করছে। কিন্তু কংগ্রেসের দাবি, তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।  

আজ ভোট শুরু হওয়ার পর থেকেই মূলত বিধাননগর এবং আসানসোল উত্তপ্ত হচ্ছে। সকাল থেকেই দফায় দফায় অভিযোগ জমা পড়ছে কমিশনের কাছে। এই পরিস্থিতিতে লাগাম টানতে উদ্যোগী নির্বাচন কমিশন। ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হচ্ছে বলে আগেই জানান হয়েছে। কলকাতা হাইকোর্ট আগেই স্পষ্ট করে দিয়েছিল যে, যদি কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয় তাহলে যে কোনও গোলমালের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের ওপর বর্তাবে। তাই এখন সব রকম পরিস্থিতি সামাল দিতে হবে একা নির্বাচন কমিশনকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *