আরও বাড়ল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত বেড়ে ৭

আরও বাড়ল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত বেড়ে ৭

কলকাতা: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে রাজ্যে৷ এখনওপর্যন্ত কোনও আক্রান্ত ৫৩ জন৷ মাত্র ৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ এমনই তথ্য প্রকাশ করেছে রাজ্যের গঠিত চিকিৎসকদের বিশেষজ্ঞ কমিটি৷

আজ নবান্ন থেকে চিকিৎসকদের বিশেষজ্ঞ কমিটি সদস্যরা সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘যাঁদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, করোনা পরীক্ষা করার জন্য, গত ২৪ ঘণ্টায় ১০৪ জন৷ মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩। যে রিপোর্ট ইতিমধ্যে রাজ্য সরকার গ্রহণ করেছে, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন৷ মোট সংখ্যা ৭৩৮৷ গত ২৪ ঘণ্টায় যারা করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন৷ এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৫৩ জন৷ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তিন জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ জন৷ মোট ৭ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন রয়েছেন ১৩৭ জন৷’’

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩২৮ জন করোনা  আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ১২ জন আক্রান্তের মৃত্যু হয়েছে জানিয়েছে বলে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ মোট আক্রান্ত ১৭৬৪ জন৷  মোট ৫০ জনের মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 18 =