এবার কলকাতায় টর্নেডো সতর্কতা, নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

এবার কলকাতায় টর্নেডো সতর্কতা, নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা: এবার কলকাতায় টর্নেডোর সতর্কবার্তা৷ দুপুর ১২টার মধ্যে কলকাতার উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এমনই খবর মিলেছে নবান্ন সূত্রে৷ কলকাতার মানুষ এই সময় যাতে অযথা বাড়ির বাইরে না বেরন সেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ঝড়ের আগেই সুন্দরবনের মানুষের পাশে ক্লান্তিহীন কান্তি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, গতকাল বিকেলে আচামকা টর্নেডো হয় ব্যান্ডেলে৷ তার পর নদী পেরিয়ে তা চলে যায় হালিশহরে৷ এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গঙ্গার দুই পাড়েই৷ বহু দোকান পাট ভেঙে গিয়েছে৷ কাঁচা বাড়ি ভেঙে পড়েছে৷ এমনকী দু’জমনের মৃত্যুর খবরও মিলেছে৷ এদিকে আজ ওডিশায় নির্দিষ্ট সময়ের আগেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ৷ ফুঁসছে দীঘার সমুদ্র৷ বিদ্যাধরী নদীর জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা৷ হলদি নদীর জলেও প্লাবিত একাধিক গ্রাম৷ সাম্প্রতিক কালে এমন প্লাবন দেখা যায়নি হলদিয়ার মানুষ৷ কোমর সমান জল রয়েছে বেশ কিছু এলাকায়৷ উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ৷ এই জলস্তর আরও বাড়তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে৷ যশের প্রভাবে ফুঁসছে নদী৷ ভাঙছে বিভিন্ন নদীর বাঁধ৷ 

এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে৷ ১৭ হাজার ২০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ আবার বিদ্যাধরী নদীর দলে ভেঙে গিয়েছে মাটিক বাঁধ৷ পূর্ণিমার ভরা কোটালের পাশাপাশি শক্তিশালী ঘূর্ণিঝড় যশের প্রভাবে হু হু করে জল ঢুকছে গ্রামের ভিতরে৷ প্লাবিত ধামাখালির একাধিক গ্রাম৷ বৃষ্টি মাথায় চলছে বাঁধ মেরামতির কাজ৷ কিন্তু জলের তোড়ে মাটির বাঁধ ভেঙে পড়ছে৷ অন্যদিকে জলমগ্ন তাজপুর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =