কমলাপুর নব মিলন সংঘের রক্তদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

বনগাঁ ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করল কমলাপুর নব মিলন সংঘ৷ রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে ৪৩ জন রক্ত দান করেন৷ সম্প্রতি, আয়োজিত এই রক্তদান শিবিরের সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান৷ বসে আঁক প্রতিযোগিতা, কুইজ ও নিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ বসে আঁক প্রতিযোগিতায় প্রথম হয়েছে তিতলি গুহ গাঁড়াপোতা,

কমলাপুর নব মিলন সংঘের রক্তদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

বনগাঁ ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করল কমলাপুর নব মিলন সংঘ৷ রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে ৪৩ জন রক্ত দান করেন৷

সম্প্রতি, আয়োজিত এই রক্তদান শিবিরের সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান৷ বসে আঁক প্রতিযোগিতা, কুইজ ও নিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ বসে আঁক প্রতিযোগিতায় প্রথম হয়েছে তিতলি গুহ গাঁড়াপোতা, দ্বিতীয় হয়েছে সায়নিকা হালদার, হেলেঞ্চা, তৃতীয় হয়েছে কঙ্কণ গাইন হেলেঞ্চা ও চতুর্থ হয়েছে অরণ্য ঘোষ গাঁড়াপোতা৷

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পল্লব মণ্ডল এবং ধিরাজ রায় – হেলেঞ্চা, দ্বিতীয় স্থান অধিকার করেছে নেহা অধিকারী এবং প্রীতম সাহা গাঁড়াপোতা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দীপন পাল এবং মনসিজ রায়। নিত্য প্রতিযোগিতা ক-বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন শ্রেয়সী অধিকারী, দ্বিতীয় স্থান অধিকার করেছেন শ্রেয়া পাল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শ্রেয়া পাল। নিত্য প্রতিযোগিতা খ-বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন পূজা সাহা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রকাশনা বিশ্বাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =