শিশুদের প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবিরের আয়োজন

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে হিমালয়ান নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন দ্বারা আয়োজিত প্রকৃতিপাঠ ও অ্যাডভেঞ্চার শিবির এবছর পা রাখল ২৮তম বর্ষে। আগামী ১৮ই ডিসেম্বর থেকে জলপাইগুড়ির পাথরঝোড়া চা বাগানের রুংঝুংখোলায় শুরু হচ্ছে এই শিবির। হিমালয়ের কোলে জঙ্গল ও চা বাগান ঘেরা প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবির চলবে ২৩শে ডিসেম্বর পর্যন্ত। হিমালয়ান

শিশুদের প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবিরের আয়োজন

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে হিমালয়ান নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন দ্বারা আয়োজিত প্রকৃতিপাঠ ও অ্যাডভেঞ্চার শিবির এবছর পা রাখল ২৮তম বর্ষে। আগামী ১৮ই ডিসেম্বর থেকে জলপাইগুড়ির পাথরঝোড়া চা বাগানের রুংঝুংখোলায় শুরু হচ্ছে এই শিবির। হিমালয়ের কোলে জঙ্গল ও চা বাগান ঘেরা প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবির চলবে ২৩শে ডিসেম্বর পর্যন্ত। হিমালয়ান নেচার এন্ড অ্যডভেঞ্চার ফাউন্ডেশনের এর দপ্তরে শুক্রবার সাংবাদিক বৈঠক করে সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর মজুমদার জানান, ২৮তম বর্ষের প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবির আমরাদের কাছে অত্যন্ত গর্বের। কারণ বাংলা ছাড়াও সিকিম, আসাম, রাজস্থান, ঝাড়খন্ড সহ দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করতে চলেছে এবছরের শিবিরে। ন্যাফের ব্যাবস্থাপনায় আয়োজিত প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবিরে অংশগ্রহণ করছে মোট ১৭টি স্বেচ্ছাসেবী সংস্থা। এছাড়াও বহু মানুষ ব্যাক্তিগত ভাবেও নানান ধরনের সহযোগিতা করে থাকেন এই শিবিরের সাফল্য কামনা করে। অন্যদিকে আগামী ২৫শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্বাভাবিক শিশুদের নিয়ে পৃথক একটি প্রকৃতিপাঠ ও অ্যডভেঞ্চার শিবির। যা এবছর পদার্পন করল ৩৪ তম বর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *