কলকাতা: শহর কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। সাম্প্রতিক সময়ে হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে কড়া নির্দেশ দেওয়া হল পুরসভার তরফে। বলা হয়েছে, মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। তার জন্যই শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, হুক্কা বার নিয়ে একটা খারাপ জিনিস হচ্ছে। প্রথমত হুক্কা বারে যে রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, এর ধোঁয়া, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দ্বিতীয়ত, কোনও কোনও জায়গায় যদিও তার প্রমাণ নেই, নেশার জিনিস হুক্কাতে মেশানো হচ্ছে। এর ফলে তরুণ প্রজন্ম তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং বারবার সেই হুক্কা বারে যেতে চাইছে। সব কারণ দেখেই শহর সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা ভাবা হয়েছে। এমনকি নতুন করে আর কোনও হুক্কা বার লাইসেন্স পাবে না বলেও জানিয়েছেন মেয়র। আর এখন যারা পেয়েছেন তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এছাড়া তিনি পুলিশের কাছেও সাহায্য চেয়েছেন এই বিষয়ে নজর রাখার জন্য যে, হুক্কা বারগুলি বন্ধ হয়ে গিয়েছে।