Aajbikel

উত্তরবঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা, দার্জিলিংয়ে ধসে মৃত ১

 | 
landslide

কলকাতা: শেষ কয়েক দিনে বৃষ্টির কিছুটা ঘাটতি দেখা গেলেও বৃহস্পতিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে বঙ্গে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলেই আভাস মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক অঞ্চলে লাগাতার বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আবার এও জানা গিয়েছে, দার্জিলিংয়ে ধস নেমে একজনের মৃত্যু হয়েছে। 

হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে। এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলে ধস নামা কোনও অস্বাভাবিক বিষয় নয়। আর সেই ঘটনাতেই চলে গিয়েছে একটি প্রাণ। জানা গিয়েছে, প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের পাতাবঙে ধসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নামে দার্জিলিংয়ের পাতাবং এলাকায়। সেই ধসের কারণে মৃত ব্যক্তির বাড়ি ধসে যায়। এছাড়া কার্শিয়াংয়ের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়ক ও মানেভঞ্জনে ধস নেমেছে।   

উত্তরবঙ্গেও তো দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার তো বটেই, রবিবারও বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে গরমের প্রভাব একেবারে কমবে কিনা, তা স্পষ্ট নয়। 

Around The Web

Trending News

You May like