‘আগে খেলা পরে কাজ’! বহরমপুরের সাংদ ইউসুফ নাকি ডুমুরের ফুল

বহরমপুর: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বহরমপুরে ঘটেছে অঘটন। পাঁচবারের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে হারিয়ে সংসদে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ…

বহরমপুর: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বহরমপুরে ঘটেছে অঘটন। পাঁচবারের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে হারিয়ে সংসদে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। প্রচারে বহরমপুরে ঝড় তুলেছিলেন তিনি৷ তবে ফল প্রকাশের পর থেকে নাকি সাংসদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের। ইউসুফকে প্রার্থী করার পরই ‘বহিরাগত’ তত্ত্ব খাড়া করেছিল বিরোধীরা। তাঁদের অভিযোগ ছিল, আদৌ কি তিনি এলাকার উন্নয়নের কাজে সময় দিতে পারবেন?

 

ভোটের ফল প্রকাশের পর সেই দাবিই যেন সত্য প্রমাণিত হল৷  জানা গিয়েছে, বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন বহরমপুরের সাংসদ। সেখানে লেজেন্ড লিগ ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত। এ প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “উন্নয়ন হবে না। আমরা প্রথমেই বলেছিলাম ইউসুফ পাঠান ক্রিকেটার। তাঁর নিজের একটা জগত রয়েছে। উনি রাজনীতিতে এসেছেন, জিতেছেন, ফিরেও গিয়েছেন। তাঁর কাছে আগে খেলা পরে কাজ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *