আগে জেল থেকে বেরোক! পঞ্চায়েত নিয়ে অনুব্রতর মন্তব্যে কটাক্ষ বিরোধীদের

আগে জেল থেকে বেরোক! পঞ্চায়েত নিয়ে অনুব্রতর মন্তব্যে কটাক্ষ বিরোধীদের

কলকাতা: এবার পঞ্চায়েত ভোটে কী হবে? এমন প্রশ্নই করা হয়েছিল জেলবন্দি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে। যার উত্তরে তিনি বলেছেন, ‘ব্যাপক হবে’। অবশ্যভাবে তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে এখন শোরগোল বঙ্গ রাজনীতিতে। অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। একই সঙ্গে চরম খোঁচাও দেওয়া হয়েছে তাঁকে।

আরও পড়ুন- অর্পিতার জীবনবিমার নথিতে ‘আঙ্কল’ পার্থ! আদালতে জানালেন ED-র আইনজীবীরা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্যের সমালোচনা করে বাম এবং বিজেপি বলেছে, ভোটে হারলে রোজগার বন্ধ হয়ে যাবে। জেলে থেকেও পয়সার চিন্তা হচ্ছে তাঁর। এই প্রসঙ্গেই কটাক্ষ, আগে তো অনুব্রত জেল থেকে বের হোক, তারপর পঞ্চায়েত ভোট নিয়ে ভাববে। তবে বিজেপি শিবিরের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগে জেল থেকে বেরিয়ে প্রচার করবে অনুব্রত, এই জিনিস হয়তো আর হচ্ছে না। এছাড়াও তাঁরা দাবি করছে, বীরভূমে তৃণমূলের কলঙ্কিত অধ্যায় এবারে আর রচনা হবে না। অনুব্রত ছাড়াই লড়তে হবে তাদের। অন্যদিকে বাম নেতাদের কথায়, অনুব্রতের মাথায় মমতার হাত আছে। লুঠ জারি রাখতে পঞ্চায়েত চাই তৃণমূলের। কিন্তু এবার তা হবে না।

আসলে বাম আমলের একটি মামলায় বিধাননগর আদালতে তলব করা হয় অনুব্রত মণ্ডলকে।  এদিন সকাল ৬টা ৪৫ নাগাদ আসানসোল সংশোধানাগার থেকে বার করে গাড়িতে তোলা হয় কেষ্টকে। সেই সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, এবার পঞ্চায়েত ভোটে কী হবে? উত্তরে কেষ্ট বলেন, ‘ব্যাপক হবে’। শরীর কেমন আছে জানতে চাইলে তাঁর উত্তরে তিনি বলেন, ‘ভাল নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =